লগইন রেজিস্ট্রেশন

ইসলাম,মুসলমান : সমস্যার মুল?

লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০১১ (৫:২৮ অপরাহ্ণ)

৪ ফেব্রুয়ারি,২০১১,ফ্লোরিডা। মুসলমান পরিচয় জানার পরই সামাদ ইবাদির(৫৭) গলায় চাকু ঢুকিয়ে দেন ব্রেডলি কেন্ট স্ট্রট নামের এক শেতাংগ। বাকবিতন্ডার এক পর্যায়ে এ হামলা করা হয়। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, ঐ দিন সন্ধায় ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলার সময় সামাদ ইবাদি জানান তিনি একজন মুসলিম-আমেরিকান।এটি জানার পর শেতাংগ ব্রেডলি জাপটে ধরেন সামাদ ইবাদিকে। পকেট থেকে চাকু বের করে ব্রেডলি ইবাদির গলায় চালান এবং রাগতকন্ঠে বলেন,’মুসরমানরাই যত সমস্যার মূল। পুলিশ ইবাদিকে রক্‌তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

আমি জানিনা পৃথিবীর কত জনের এ খবরটি জানার সুযোগ হয়েছে। অথচ এমন জঘন্য ঘটনা যদি কোন মুসলমানের দ্বারা সংঘটিত হত,তাহলে মুসলমানেরা মন্ত্রাসী,জঙ্গী,আদিম বর্বর ইত্যাদি বিশেষণে বিশেষায়িত হত এই পশ্চিমা মিডিয়াতেই।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৪ টি মন্তব্য

  1. মহান আল্লাহ ইসলাম ও মুসলমান কে হেফাজত করুন। আমীন

  2. আমি জানিনা পৃথিবীর কত জনের এ খবরটি জানার সুযোগ হয়েছে।

    কারন একটাই “মিডিয়া” । মিডিয়ার অভাবে মুসলিমদের বদনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে । এখনও আমাদের সময় আছে এর প্রয়োজনীতা বুঝতে পারার ।

  3. আমি জানিনা পৃথিবীর কত জনের এ খবরটি জানার সুযোগ হয়েছে। অথচ এমন জঘন্য ঘটনা যদি কোন মুসলমানের দ্বারা সংঘটিত হত,তাহলে মুসলমানেরা মন্ত্রাসী,জঙ্গী,আদিম বর্বর ইত্যাদি বিশেষণে বিশেষায়িত হত এই পশ্চিমা মিডিয়াতেই। আপনি ঠিক বলেছেন , শুধু ফ্লোরিডা নয়, সারা পৃথিবীতে মুসলমানদের সাথে এ রকম আচরন করা হয় । অথচ কয়টির খবর আমরা রাখি । আল্লাহ্ পাক আমাদেরকে বুঝ দান করুন ।

  4. মুসলমানদের শক্তিশালী মিডিয়া প্রয়োজন।