রমজানের নির্বাচিত ফতোয়া……….পর্ব ০১
লিখেছেন: ' shahedups' @ বৃহস্পতিবার, অগাষ্ট ৪, ২০১১ (৩:৩৩ অপরাহ্ণ)
প্রশ্ন: যে ব্যক্তি রমজান মাসে শরয়ী কোন ওযর ব্যতীত ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার কাফ্ফারা কী?
উত্তর: যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত সহবাসের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার উপর তওবাহ সহ কাযা ও কাফ্ফারা আবশ্যক।
আর কাফ্ফারা হচ্ছে:
১. কোন মুমিন গোলাম আজাদ করা।
২. যদি তা করতে না পারে তাহলে দুই মাস লাগাতার রোজা রাখা।
৩. আর যদি তা করতে না পারে তাহলে ষাটজন গরিব-মিসকিনকে খাদ্য দেয়া।
স্ত্রীর উপরও অনুরূপ আবশ্যক যদি তাকে বাধ্য করে জোরপূর্বক সহবাস করা না হয়।
আর যদি পানাহারের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে, তাহলে তার উপর কাযা ও তওবাহ আবশ্যক, কাফ্ফারা আবশ্যক নয়।
৫৬ বার পঠিত
আর যদি পানাহারের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে, তাহলে তার উপর কাযা ও তওবাহ আবশ্যক, কাফ্ফারা আবশ্যক নয়।
কথাটির দলীল দিলে ভাল লাগত।
মাসআলা দেওয়ার পর নিজের পরিচয় অবশ্যই তুলে দরতে হবে।বিশেষ করে ইলেমি যোগ্যতা। তা না হলে মাসআলা দেওয়ার প্রয়োজন মনে করিনা।