দোয়া কবুলের স্হান ও সময়
লিখেছেন: ' shahedups' @ বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০১১ (১:৫৬ অপরাহ্ণ)
(১) লাইলাতুল কদ্বর
(২) আরাফার মাঠে
(৩) ছাফা-মারওয়া পাহারের উপর
(৪) ‘বায়তুল্লাহ’ বা কা’বা ঘরকে দেখে
(৫) ছিয়াম অবস্হায়
(৬) জুম’আর দিনে
(৭) হজ্জ পালনকালে পাথর নিক্ষেপের পর
(৮) রাতের বেলায়
মু’আয ইবনে জাবাল (রা:) বলেন, রাসূল (সা;) বলেছেন, “কোন ব্যক্তি যদি ওযূ করে দোআ পড়ে রাতে শয্যা যায়, তারপর শেষ রাতে উঠে সে আল্লাহর নিকত কিছু চায় আল্লাহ তাকে তা প্রদান করেন”
(আহমদ, আবুদাউদ, সনদ ছহীহ, মিশকাত হা/১২১৫)
আবু হোরাইরা (রা:) বলেন, রাসূল (সা:) বলেছেন, “আল্লাহ তাআলা প্রত্তেক রাতের দুই তৃতীয়াংশের পর প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, যে আমার নিকট চাইবে আমি তাকে দান করব, যে আমার নিকত ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব।’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১২২৩)
জাবির (রা:) বলেন, আমি রাসূল (সা:) কে বলতে শুনেছি যে, ‘নিশ্চয়ই রাতে একতা সময় রয়েছে, যে সময়ে কোন মুসলমান ইহকাল ও পরকালে কিছু চাইলে আল্লাহ তাকে তা প্রদান করেন এবং এটা প্রতি রাতে হয়ে থাকে।’ (মুসলিম, মিশকাত হা/১২২৪)
(৯) নামাজ বা সালাতের সময়
(১০) আযান ও ইক্বামতের মাঝের দোআ, আযান চলাকালিন দোআ ও আযানের পরে
(১১) যুদ্বের মাঠে শত্রুর সাথে মোকাবেলার সময়
(১২) সেজদার সময়
(১৩) নামাজের মধ্যে তাশাহুদের পর
রাসূল (সা:) বলেন, ‘তাশাহুদের পর যার যা ইচ্ছা দোআ করবে’ (বুখারী ১/২৫২)
(১৪) কারো অনুপস্হিতিতে তার জন্য দোআ করলে তা কবুল হয়
(১৫) তিন শ্রেণীর লোকের দোআ কবুল হওয়া অবশ্যম্ভাবী:
১.মাআতা-পিতার দোয়া ২. মুসাফিরের দোআ ৩. মাযলুমের দোআ
(১৬) অন্য বর্ননায় রয়েছে তিন শ্রেণীর লোকের দোআ ফেরত দেওয়া হয়না-
১. আল্লাহকে বেশি বেশি স্মরনকারির দোআ ২.মাযলুমের দোআ ৩.ন্যায়পরায়ন শাসকের দোআ।
ভাল লিখেছেন। ধন্যবাদ মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।
উপরোক্ত স্থান বা সময় ব্যতিত কি দোয়া কবুল হয়না? ব্যাখ্যা দিলে খুশি হব। ধন্যবাদ আপনাকে
অবশ্যই হবে….. কেন নয়। তবে এসকল জায়গায় দোআ করলে দোআ কবূলের কথা হাদিস দ্বারা প্রমানিত,,,,তাই আমার এ পোষ্ট…..