হাদীস্ ঃঃ নামাজে মধ্য পন্থা অবলম্বন – ১
লিখেছেন: ' shane2k' @ শুক্রবার, ডিসেম্বর ৪, ২০০৯ (৮:৫৫ অপরাহ্ণ)
Hazrat Anas (R.A.A.) relates: Once three persons came to enquire from the household of the Holy Prophet (S.A.W) about the routine of his prayers. When they were apprised of the same, they felt that the same was insufficient so far as they were concerned. They remarked that there is no comparison between the Holy Prophet (s.a.w) and us. He has been forgiven by Allah for all his imissions and shortcomings – past or future. One of them declared : I shall, in future, spend the whole night in praying. The second said : I shall continuously fast wihtout interruption. The third said, I shall abstain from women and shall never marry. In the meantime the Holy Prophet (s.a.w) arrived and asked them : `Did you say this and this ? Listen, I fear Allah more than all of you do, and I am more conscious of my duty to Him than all of you are, I observe a fast, but do break; I offer prayers at night and have a sleep as well, and I marry the woman. And this is my way of living. One who turns away from my practices (Sunnah) does not belong to me. [Bukhari and Muslim]
আমার অনুবাদ ঃ- হজরত আনাস বর্ণিত ঃ একদা তিন ব্যক্তি রাসুল (সাঃ) গৃহে তার নামাজের সময়সুচি জানতে আসল। ব্যক্তিগুলো সব শোনার পরে চিন্তায় পরে গেলো ভেবে এ যথেষ্ট নয়। তারা মন্তব্য করল যে, তাদের সাথে রাসুল (সাঃ)-এর কন পার্থক্য নেই। আল্লাহ্ রাসুল (সাঃ)-কে সকল omissionএবং shortcoming- অতীত ও ভবিষ্যত হতে ক্ষমা করে দিয়েছে। ব্যক্তিদের একজন ঘোষণা করল ঃ আমি ভবিষ্যতে সারা রাত ধরে নামাজ পরব। দ্বিতীয় ব্যক্তি বলল ঃ আমি অবিরাম রোজা রাখব। তৃতীয় ব্যক্তি বলল, আমি মহিলাদের থেকে নিজেকে বিরত রাখব এবং কখন বিয়ে করব না। এমন সময় রাসুল (সাঃ) এসে তাদের জিজ্ঞাসা করলেন ঃ তোমরা কি এসকল কথা বলেছ ? শোন, আমি তোমাদের সকলের চাইতে আল্লাহ্কে ভয় করি, এবং আল্লাহ্র প্রতি দায়িত্বের ব্যাপারে আমি তোমাদের চাইতে বেশী সচেতন, আমি উপবাস অনুসরণ করি কিন্তু ভঙ্গও করি; আমি রাতে নামাজ পরি এবং ঘুমাইও, এবং মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধও হই। এটাই আমার জীবন রীতি। যে আমার পথ অনুসরণ করবেনা সে আমার উম্মত নয়।
ধন্যবাদ।