Al-Kauthar Institute কি ?
লিখেছেন: ' shane2k' @ মঙ্গলবার, মে ১৮, ২০১০ (১:২৪ পূর্বাহ্ণ)
Al-Kauthar Institute কি ?
Al-Kauthar
Al-Kauthar Knowledge Hive কি ?
Al-Kauthar :: Knowledge Hive
Mercy Mission কি ?
Mercy Mission
West-এর তরুন এবং তরুনিদের কাছে Al-Kauthar Institute নিয়ে এসেছে classical Islam-এর knowledge. Madina University থেকে পাস করা instructor-দের দারা ইসলামিক বিষয়ের উপর 101 Level-এ ক্লাস নেয়া হয়ে থাকে। West-এর দৈনিক জীবনযাপনে কিভাবে একজন আদর্শ মুস্লিম হিশাবে চলা যায়, সেই বিষয়কে সামনে রেখে Case Study based currciculum তৈরি করা। দুই দিনে ১৮ ঘন্টায় কর্ম্ ব্যস্ত সকলের জন্য এই ক্লাস সাজান। প্রতিটি বিষয়ে চার প্রধান মাযহাবের মতবাদ আলচনা করা হয় এবং তুলে ধরা হয় কেন এবং কিভাবে মতের ভিন্নতা দেখা যায়।
যারা আরো এক level গভীরে জেতে চায় তারা “Knowledge Hive”-এ ৭ দিনের জন্য 24/7 ৫-৭ জন scholar-এর সাথে থেকে নানান বিষয়ে শিখে এবং ওনাদের সাথে 101 ভাবে আলোচনা করতে পারে।
যারা Madina University-র Bachelors Degree curriculum পরাশুনা করে equivalent শিক্ষা নিতে চায় তাদের জন্য রয়েছে “Students Guild” program যা কিনা সম্পুর্ন FREE.
Worldwide 12000+ students এবং volunteer দারা পরিচালিত।
Operating Countries
=> Canada
=> USA
=> Australia
=> UK
=> South Africa
=> India
Some Courses
=> Lord of The Worlds :: Tawheed & Shirk
=> Real Deal :: Fiqh of Islamic Finance
=> The Coolness of the Eyes :: Fiqh of Salah
=> Home Sweet Home :: Secrets to a Happy Family
=> Mark of a Jurist :: Amazing rules of Fiqh
=> A-Z of Love and Mercy :: Fiqh of Marriage and Divorce
=> The Final Rites :: Fiqh Of Janazah, Burials & Inheritance
=> Price of Salvation :: All About Zakah
=> Mercy to the Worlds :: Seerah 101
=> The Chosen Few :: 101 Detail of Allah’s Messengers
Website :: www.alkauthar.org
বাংলাদেশে কবে আসবে?
@রেজওয়ান করিম,
সেই প্রচেশটায় কাজ চালিয়ে যাচ্ছি। দোয়া করেন যেন আল্লাহ আমাদের সকল বাধা বিপত্তি হিক্মার সহিত মকাবেলা করার তাওফিক দেন।
@shane2k, আপনার ইমেল এর প্রয়োজন ছিল। আমার ইমেল munim2000@yahoo.com সালাম।