জানতে চাই
লিখেছেন: ' শেখ সেলিম' @ শনিবার, জুলাই ৩, ২০১০ (১০:০৩ পূর্বাহ্ণ)
প্রথমে লাখ লাখ শুকরিয়া আদায় করছি,
পরম দয়ালু, এই আসমান যমিনের স্রষ্ঠা, পরম করুনাময় আল্লাহ তায়লার।
যিনি আমাকে নিঃসন্তান করবেন না।
বিষেশজ্ঞদের মতে, আগামী ২০/০৭/২০১০ ইং তারিখের মধ্যে আমার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করবেন।
আমার এই প্রথম সন্তান হতে যাচ্ছে, আমি জানি না, সন্তান দুনিয়াতে আসার পর আমাকে ইসলামিক নিয়মে কি কি করতে হতে পারে ?
দয়াকরে কেউ যদি জেনে থাকেন, আমাকে জানালে উপকৃত হবো।
দোয়া করবেন, আমার স্ত্রী ও সন্তানের জন্য।
১৪৭ বার পঠিত
ভালো হত কোন আলেমের কাছ থেকে জেনে নিলে। আমি কিছু বলছি, তবে সেটা আলেমদের কাছ থেকে যাচাই করে নিতে পারলে ভালো হয়:
১.জন্মের পর মৃদু আওয়াজে শিশুর ডান কানে আজান, বাম কানে ইকামাত দিতে হবে।
২. কোন আল্লাহওয়ালাকে দিয়ে তাহনিক করানো। [কোন খাবার (বিশেষত:খেজুর ) চিবিয়ে আলতোভাবে বাচ্চার ওপরের চোয়ালে ধরা]
৩. ৭ম দিনে আকিকা দিয়ে শিশুর নাম রাখবেন[উত্তম],
না পারলে ১৪তম দিনে,
না পারলে ২১তম দিনে
না পারলে যখন পারেন তখন।
ছেলে শিশুর জন্য ২টা ছাগল।
[না পারলে কুরবানির সময় এক ভাগ আকিকার নিয়তে দিলেও হবে]
সবচেয়ে ভালো নাম, আল্লাহর নামের সাথে আব্দযুক্ত নাম রাখা, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান..
তা নাহলে নবীদের নামে, সাহাবী(রা।)/আল্লাহওয়ালাদের নামে নাম রাখা।
তাও না হলে অন্তত: সুন্দর অর্থবোধক নাম রাখা।
৪. বাচ্চার মাথা কামানোর পরে চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করা।
সুন্দর নামের জন্য নিচের ওয়েব দেখুন ।দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার মঙ্গল করুন ও আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুন। আমিন ।
http://www.banglaeye.com/baby-names/index.php
@দেশী৪৩২,ছেলে হলে ‘তাহমিদ’ (প্রতিনিয়ত আল্লাহর প্রশংসাকারী) নাম রাখতে পারেন।