সীমান্তের বেঈমানি
লিখেছেন: ' shifat alam' @ মঙ্গলবার, মে ১৩, ২০১৪ (১০:৩৫ অপরাহ্ণ)
রাতের আঁধারে চুরাই ট্রাকের অনুপ্রবেশ যায় মিলে,
ভুলবশত সীমানা পেরুলে আমি ফিরি লাশ হয়ে।
তবে কি মানব জীবন অপেক্ষা ঐ ট্রাকের মূল্য বেশী?
নাহ! সীমান্ত- এ তোমার বড় বেঈমানি!!!!!!!!!!!
৬১ বার পঠিত