আজ তবে কি হারাতে বসেছো, নিজেই নিজের মূল্য?
লিখেছেন: ' shifat alam' @ মঙ্গলবার, মে ১৩, ২০১৪ (১০:৩৭ অপরাহ্ণ)
গায়ের বস্ত্র কতটুকু করলে ছোট তোমার অঙ্গ ঢাকা যাবে?
চামড়ার রং কতখানি হলে সাদা তাতে- দৃষ্টি বিক্রয় হবে?
কত প্রসাধনী মাখলে তোমায় সুন্দরী বলা যাবে?
পরিধেয় কত টাইট হলে বল ‘একখান জিনিস’ উপাধি পাবে?
কত ধর্ষিতার লাশ দেখলে পরে তোমার ভ্রমজাল ছেঁড়া যাবে?
পর্দাস্তর কত মসৃণ হলে তুমি লজ্জাবৃত হবে?
‘নারী’ তুমি কোন আইটেম নয়, নয় হায়েনার খাদ্য
বিজ্ঞাপনের পণ্য হয়ে তবে কেন নিলামে উঠছো?
জাত ভুলে আজ কেন হায় তুমি বিজাতীয় বেশ ধরছো?
হাল-ফ্যাশানে উদাম হয়ে বেশ্যাপনা করছো?
সম-অধিকারের জোর দাবিতে যবে কন্ঠে আওয়াজ তুলছো?
তোমার পায়ের তলায় বেহেশত, একবারও কি তা ভাবছো?
পথ ভুলে নারী কেন গো তুমি ঊল্টো পথে ছোটছো?
আজ তবে কী হারাতে বসেছো নিজেই নিজের মূল্য?
১৫১ বার পঠিত