লগইন রেজিস্ট্রেশন

ক্ষুদ্র একটি চিন্তা। সবার মতামত কাম্য।

লিখেছেন: ' SlaveOfAllah' @ মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০১০ (২:০৭ অপরাহ্ণ)

আসসালামু আলাইকুম। ইসলাম নিয়ে নতুন নতুন পড়াশোনা করছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা – এই বাক্যটির সম্পুর্ণ অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার পর যে জিনিসটা সবচেয়ে আশ্চর্যজনক লাগল তা হচ্ছে জীবন কে আমরা যেভাবে দেখি তা থেকে সম্পূর্ণ ভিন্ন আদর্শ নিয়ে একজন মুসলিম জীবন যাপন করে। আমরা প্রতি পদে অনেক রকমের কঠিন অবস্থার মুখোমুখি হই। তারপর হা হুতাশ করি, জীবনে কী পেলাম, কী পেলাম না, আরো কী হতে পারত – এর বদলে যদি আমরা জীবন টাকে কেবল অনেকগুলো দায়িত্বের সমষ্টি ভেবে নেই – তাহলে বোধহয় পাওয়া না পাওয়ার কষ্ট অনেক কমে আসে। ছোটবেলা থেকে যখন যে স্টেজ এ থাকব, সেই দায়িত্ব টা নিষ্ঠার সাথে পালন করতে পারলেই আমাদের পূর্ণাঙ্গতা আসবে। বাসায় ছেলে/স্বামী/বাবা, কর্মক্ষেত্রে কর্মী – যখন যে পজিশন এ থাকব, সেটা ঠিকমত পালন করাই হবে সে সময়ের জন্য আমাদের একমাত্র লক্ষ্য।

দায়িত্ববোধটা আল্লাহ তাআলা আপনা আপনিই ভেতরে দিয়ে দেন। কেবল সচেতনভাবে চাইতে হবে, ছেলে বা ছাত্র হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, কী দায়িত্ব তখন সেটা অবচেতনভাবে আমরা জেনে যাই। কী করব, সেটা বুঝতে পারা কঠিন কিছু না, কিছু একটা করণীয় আছে, এই বোধটা জাগিয়ে তোলাই বোধ করি বেশি কঠিন। জন্মপ্রক্রিয়া যেমন একটা বয়সে এসে প্রত্যেকটা ছেলে মেয়ে কোন না কোনভাবে জেনে যায়, হয় স্বপ্ন দিয়ে নয়ত কারো মাধ্যমে – আমরা প্রতিনিয়ত এরকম মন থেকে অসংখ্য নির্দেশ পাই, হয়ত সবসময় বুঝতে পারিনা।

মানুষকে একটা সোল আইডেন্টিটি হিসেবে না দেখে এইভাবে দেখলে ভাল – প্রত্যেকের মধ্যে একটা ফেরেশতা, একটা শয়তান আছে। কেউ কেউ একে good and evil deed, conscience and lack of conscience হিসেবে দেখেন। ব্যক্তিত্ব নির্ভর করে কোন মানুষ কার দ্বারা বেশি প্রভাবিত তার উপরে। যেমন, কেউ আমার সাথে অন্যায় করলে ফেরেশতা বলবে ক্ষমা কর এবং তার সাথে ভাল ব্যবহার কর। শয়তান বলবে প্রতিশোধ নাও, না নিলে শিক্ষা হবে না। বাবা মায়ের কোন একটা অপ্রিয় নির্দেশ শুনলে মনের এক কোণ বলবে মানতেই হবে, এটা আমার কর্তব্য, ভাল লাগা না লাগা এত কিছু চিন্তা করে লাভ নেই; আরেকটা অংশ বলবে, সবসময় কি কেবল আমিই sacrifice করব? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোন দাম নেই?

আমার কাছে মনে হয় ভাল মানুষ হওয়ার জন্য কঠিনতম অংশটা হচ্ছে gut feelings এর কোনটা কার থেকে আসছে সেটা বুঝতে পারা। একবার বুঝে ফেললে আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারব, আমি ঠিক পথে আছি না ভুল করছি।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৪৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৫ টি মন্তব্য

  1. taj

    Salaam Alykum My Brother,

    May Allah accept your effort and make it easy for you.

    Wondering how are you studying? Following books or any course?

    ma’assalaam

  2. খুব সত্য বলেছেন। তবে গাট ফিলিং আমরা প্রায়ই বুঝি যে সেটা কার কাছ থেকে আসছে, কিন্তু বুঝেও যেটা করা উচিত অর্থাৎ যার কথা শোনা উচিত সেই ফেরেশতার কথা না শুনে আমরা প্রবৃত্তি ও শয়তানের কথা শুনে ফেলি। এটা আমার নিজের জন্য খুব সত্য।

  3. @ আবু আনাস: ধন্যবাদ। যদি বুঝে ফেলেন, তাহলে ত আপনি একধাপ এগিয়ে গেলেন। শয়তানের অস্ত্র দুইটি, অজ্ঞতা এবং প্রলোভন। কিছুদিন আগে ‘শয়তান’ সিরিজের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম। একটি ছেলেকে শয়তান নানাভাবে মসজিদ এ যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে, ছেলেটি উত্তরে কেবল বলে ‘আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’; যদিও জানি সবসময় এ দু’আ করার কথা মনে থাকেনা, চেষ্টা করতে দোষ কী?

    @taj: ওয়ালাইকুম সালাম। এই জিনিসগুলি বিভিন্ন জায়গা থেকে জোড়াতালি দেয়া। যেমন বুখারী শরীফ এ একটা হাদীস আছে, প্রত্যেকের মধ্যেই একটা শয়তান, একটা ফেরেশতা আছে (আমার সঠিক মনে নেই), তারপর আরেকটি হাদীস, প্রত্যেক মুমিন কে কারো না কারো উপর কর্তৃত্ব/দায়িত্ব দেয়া হয়েছে। মুসলিম৫৫ এর একটা চমৎকার লেখা আছে ‘মুসলিম জীবনে সময়’, তারপর এখন প্রচুর অনলাইন লেকচার পাওয়া যায়। আপনি http://www.halaltube.com থেকে কিছু লেকচার শুনতে পারেন। পড়াশুনাটা ছাড়া ছাড়া হচ্ছে, আরো গুছিয়ে করতে পারলে ভাল হত। তবে আল্লাহর অশেষ রহমত, যখন যাই পড়ি, একটা কিছু নতুন শিখি, ইনশাআল্লাহ আরো পড়লে হয়ত সবকিছু থেকে একটা মানে দাঁড় করাতে পারব।

    Abu-Sa'ad

    @SlaveOfAllah,

    Assalaam Alykum Brother ,

    Yes you can gain knowledge from different sources, but to use your time effectively, online islamic courses are the best idea.

    I would recommend you to do is Foundations of Islaamic Studies (IIS 011) http://www.islamiconlineuniversity.com/opencampus/course/view.php?id=6 . It’s a free course

    May Allah help you in your great journy of ilm

    Ma-assalaam
    Taj

  4. Yes brother all have angel and devil in his/her each cells.When we decide to do a good thing then angel supports and devil forbids.