লগইন রেজিস্ট্রেশন

প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-৮

লিখেছেন: ' এস.এম. রায়হান' @ সোমবার, ফেব্রুয়ারি ৭, ২০১১ (৫:৪৬ অপরাহ্ণ)

শামুক হচ্ছে মোলাস্কা পর্বের গ্যাস্ট্রোপডা শ্রেণীর প্রায় সকল সদস্যের সাধারণ নাম। এরা নরমদেহী এবং প্রাপ্তবয়স্কদের দেহ একটি প্যাঁচানো খোল দ্বারা আবৃত থাকে। কিছু শামুক ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। কিছু শামুক আবার ফুলকা জাতীয় অঙ্গের সাহায্যে শ্বাস নেয়। স্থলচর শামুকদের মাথায় দুইজোড়া কর্ষিকা থাকে যা শামুকের দরকার পড়লে গুটিয়ে রাখতে পারে। পেছনের কর্ষিকাজোড়ায় থাকে চোখ। জলজ শামুকদের একজোড়া গোটানোর অনুপযোগী কর্ষিকা থাকে যার গোড়ায় চোখ থাকে। শামুকের খোলক জ্যামিতিক স্পাইরাল বা প্যাঁচের আকারে তৈরী। বেশীরভাগ খোলকই ডানহাতি, অর্থাৎ যদি খোলকের কেন্দ্রের উঁচু অংশটি দর্শকের দিকে তাক করে থাকে তবে প্যাঁচ বা স্পাইরালগুলি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরতে ঘুরতে এগোবে। অধিকাংশ শামুকই এপিথেলীয় সিলিয়া দ্বারা আবৃত পেশল পায়ের সাহায্যে পিছলে চলে, এই পা মিউকাসের সাহায্যে পিচ্ছিল হয়ে থাকে। পায়ের পেশীতে পরপর ঘনঘন সঙ্কোচন ঘটিয়ে শামুক চলাচল করে। শামুকের পায়ে থাকা মিউকাস ঘর্ষণ কমিয়ে তাদের পিছলে চলাতে সাহায্য করে। এই মিউকাস ধারালো বা তীক্ষ্ণ বস্তু লেগে শামুকের দেহ কেটে যাওয়া থেকে বাঁচাতেও সাহায্য করে। এই কারণে শামুক ধারালো বস্তু যেমন ব্লেডের উপর দিয়েও চলতে পারে কিন্তু তাতে তাদের দেহ কেটে ছিঁড়ে যায় না। (সূত্র: উইকিপিডিয়া)

এই হচ্ছে শামুকের সংক্ষিপ্ত বর্ণনা। ছবিতে বিভিন্ন আকার-আকৃতির শামুক দেখানো হলো। শামুকের নরম মাংসল বিশিষ্ট দেহ অত্যন্ত শক্ত খোল দ্বারা আবৃত থাকে যাতে করে প্রয়োজনে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। শুধু তা-ই নয়, খোলগুলো আবার অত্যন্ত সুন্দর করে জ্যামিতিক ধাঁচে ডিজাইন করা। এবার ভেবে দেখুন। খোল-বিহীন কোন প্রজাতি থেকে অত্যন্ত শক্ত খোল-বিশিষ্ট সম্পূর্ণ ভিন্ন প্রজাতি কেন ও কী করে ধাপে ধাপে বিবর্তিত হবে? প্রাপ্তবয়স্কদের অত্যন্ত শক্ত খোল কি এক সময় বেশ নরম ছিল তারপর ধাপে ধাপে শক্ত হয়েছে? অধিকন্তু, খোল যতক্ষণ পর্যন্ত ধাপে ধাপে শক্ত হচ্ছিল সেই ধাপগুলোতে খোলের ভেতরে নরম মাংসল বিশিষ্ট দেহও কি ধাপে ধাপে বিবর্তিত হচ্ছিল! পুরো ব্যাপারটা যদি যৌক্তিক ও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখা যায় তাহলে ডারউইনবাদীদের প্রতি করুণা ছাড়া আর কিছু বলার থাকবে না। কেননা বাস্তবে এই ধরণের বিবর্তন সম্ভব নয়।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৪২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৫ টি মন্তব্য

  1. কেননা প্রাণীজগত ও উদ্ভিদজগত যত বেশি বৈচিত্র্যময় হবে, ডারউইনবাদীদেরকে তত বেশি কল্পকাহিনী’র আশ্রয় নিতে হবে সেই সব বৈচিত্র্যময়তাকে ব্যাখ্যার জন্য। (Y) (Y) (Y) জাযাকাল্লাহ।

    M M NOUR HOSSAIN

    @মুসাফির, শুকরিয়া ,সুন্দর মন্তব্যর জণ্য ।

  2. ডারউইনবাদীদের জবাবে আপনার লেখা গুলি চমৎকার। আপনাকে ধন্যবাদ।

    humaid

    @rasel ahmed, (Y) (Y) (Y)

  3. [...] অন্যান্য পর্ব: [পর্ব-২|পর্ব-৩|পর্ব-৪|পর্ব-৫|পর্ব-৬|পর্ব-৭|পর্ব-৮|পর্ব-৯|পর্ব-১০] [...]