ইসলামের উপর গভীর চক্রান্ত
লিখেছেন: ' sotter' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৬, ২০১৩ (৯:১০ পূর্বাহ্ণ)
আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।
সকল প্রশংসা এক আল্লাহর যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন । অসংখ্য
দুরুদ ও সালাম নবী মোহাম্মদ সা: এর উপর ।
আমরা জানি, বলি, শুনি যে, “সকল মুসলিম উম্মাহ পরস্পর ভাই-বোন সদৃশ” ।
“সকল মুসলিম একটি দেহ সমতুল্য” ।
এরপরেও কেউ আক্রান্ত হলে আমরা সহযোগীতা করি না ।
ব্যাথা অনুভব করি না কেন ??? !!!
অনেকে কারন হিসাবে বলে যে, আমাদের ধর্মীয় আক্বীদা, ইবাদত আমলে মতভেদ আছে ।
ইসলামের উপর নানাবিদ চক্রান্ত হচ্ছে । এর মধ্যে
১) “বিশ্বের মুসলিম দেশের উপর ইলসলাম বিরোধী শক্তির আক্রমণ” ।
২) “দেশে মুসলিম শাসকের ইসলাম বিরোধী কার্যকলাপ” ।
৩) “দেশে অধিকাংশ ধর্ম যাজকদের কুরআন ও হাদিসের অপব্যখ্যা, শির্ক-বেদাতী আক্বীদা,
ইবাদত-আমল”; উল্লেখযোগ্য বলে মনে করি ।
আসুন আমরা আমাদের শ্রেষ্ঠ বিবেগ দ্বারা চিন্তা করি এবং সামর্থ অনুযায়ী ইসলাম রক্ষার
জন্য চেষ্টা করি ।
বিঃদ্রঃ- আপনি কোনটা করতে চান আপনার ক্বলবের ভিতরে খাঁটি নিয়ত করুন ।
আরো কোন উল্লেখযোগ্য সমস্যা থাকলে জানাবেন ।