লগইন রেজিস্ট্রেশন

সীরাতুন্নবী (সা:) পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ শনিবার, জুন ১৮, ২০১১ (৬:০১ অপরাহ্ণ)

পিস ইন ইসলাম কতৃক আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রচনা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০-০৬-২০১১ তাং বিকাল ৫.০০ ঘটিকায় পিস ইন ইসলাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অতিথি বৃন্দ:

১।প্রধান অতিথি ড. আবুল হাসানাত মুহাম্মদ ইয়াহ্ইয়ার রহমান। প্রফেসর কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি।
২। বিশেষ অতিথি জনাব মাও: মুফতী গোলাম মাওলা কাসেমী, সাবেক ইমাম: দেওবন্দ কেন্দ্রিয় জামে মসজিদ।
৩। বিশেষ অতিথি জনাব বেলাল হুসেন সরকার, অধ্যাপক নেসারিয়া কামীল মাদ্রাসা
৪। জনাব হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক পিস ইন ইসলাম ফাউন্ডেশন।

অনুষ্ঠান বিবরণী

পিস ইন ইসলাম ফাউন্ডেশন এর ডাইরেক্টর জনাব রায়হান শরীফের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মাও: হাম্মাদ আমীন। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল “তথ্য প্রযুক্তিতে আলেমদের কেন এগিয়ে আসা উচিৎ” প্রধান অতিথির বক্তব্যে : ড. আবুল হাসানাত মুহাম্মদ ইয়াহ্ইয়ার রহমান উপস্থিত প্রতিযোগিদের লক্ষ্য করে বলেন: আলেমগন তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে থাকার কারনে আজ তা বিধর্মীদের দখলে চলে গিয়েছে। আজ ইন্টারনেটের মাধ্যমে বিধর্মীরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দু:খ জনক হলেও সত্য যে, আলেমগণ সে গুলির সাথে সম্পৃক্ত না থাকার কারনে জবাব দেয়া সম্ভব হয়না। তাই অনেক ক্ষেত্রে সাধারণ মুসলমানগণ ইসলাম সম্পর্কে বিভ্রান্ত হচ্ছেন।

পিস ইন ইসলাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফিজুর রহমান বলেন: বিজ্ঞানের কোনো আবিস্কার খারাপ নয়, বরং তা খারাপ কাজে ব্যবহৃত হওয়ার কারনে খারাপ হয়। তিনি আরও বলেন: রাসূল সা: এর সময়ে ইসলামের প্রতি যে ধরনের আঘাত বিধর্মীরা করেছে তিনি সে ভাবেই জবাব দিতে বলেছেন যেমন ততকালীন সময়ে বিধর্মীরা শের (কবিতা) এর মাধ্যমে ইসলামের কুৎসা রটনা করত, রাসূল সা: হাস্সান ইবনে ছাবেত রা: কে নির্দেশ দিলেন ইসলামের পক্ষে কবিতা আবৃতি করার জন্য। ইমাম গাজ্জালী রহ: গ্রীক ভাষা শিখেছিলেন তৎকালীন সময়ে গ্রীক দর্শনের ভুলভ্রান্তি প্রকাশ করার জন্য।
উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ জন প্রতিযোগি অংশ গ্রহন করেছেন। পরে সেরা দশজন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জনাব মাও: ইয়াহইয়াউর রহমান।

পুরস্কার প্রাপ্তদের তালিকা

১। মুফতী এনামুল হক্ব নোমানী, মুহাদ্দিস রিভার ভিউ মাদ্রাসা কেরানি গন্জ। 01924633812 (১০ হাজার টাকা এবং সার্টিফিকেট)
২। জাকির হুসাইন ফরিদী, ফরিদ পুর। 01712536979 (৫ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৩। মাহবুবা খন্দকার, চুয়াডাঙ্গা (৩ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৪। রাকিবুল ইসলাম, মালিবাগ মাদ্রাসা ঢাকা। 01911144467 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৫। আবু সালেহ, গ্রীণ রোড, ঢাকা। 01716751039 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৬। এ এম শুয়াইব, নোয়াখালী। 01812881579 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৭। জামাল উদ্দীন ইহসান, নেত্রকোনা। 01741562462 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৮। জসীম বিন শফিক, নোয়াখালি। 01823753152 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
৯। ফারজানা নূর বিনতে খালেদ, বি বাড়িয়া। (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)
১০। মো: আলী হাসান, চট্টগ্রাম। 01815910587 (১ হাজার টাকা এবং সার্টিফিকেট)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২১৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৩ টি মন্তব্য

  1. যদি বিজয়ীদের রচনা নিয়ে ই-বুক করা যেত আমার মনে হয় ভাল হত। ধন্যবাদ কতৃপক্ষকে (F) (F) (F)

  2. সুন্দর অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
    মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

  3. আলহামদুলিল্লাহ,সুন্দর উদ্যোগ সফলতার সঙ্গে শেষ হয়েছে শুনে খুশী হলাম। (F)