লগইন রেজিস্ট্রেশন

রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০১১ (১২:৩৪ অপরাহ্ণ)

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে আমাদের ব্লগ সাইট www.peaceinislam.com এর কার্যক্রম দুই বৎসর অতিক্রম করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আসন্ন মাহে রবিউল আউয়াল উপলক্ষে আমাদের ব্লগ এর পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে আপনাদের সকলের অংশ গ্রহন কামনা করছি।

প্রতিযোগীতার লক্ষ্য ও উদ্দেশ্য

ইসলামী চেতনায় যারা উজ্জীবিত তাদের মাঝে প্রযুক্তিগত উৎকর্ষ ঘটানো।
ইসলামী জ্ঞানসম্পন্ন প্রতিভা খুঁজে বের করা।
আলেমদের সুচিন্তিত মতামতের মাধ্যমে পিস ইন ইসলাম ওয়েব সাইটের অন্যান্য মেম্বারদেরকে ইসলামিক জ্ঞান অর্জনে সহযোগিতা করা।
বর্তমান প্রজন্ম যারা শুধু মাত্র ইন্টারনেটের উপর নির্ভর তাদের কাছে ইসলামের বাণী পৌছানো।
ইসলাম ও মুসলিমদের নিয়ে যে বিদ্বেষ মূলক, মিথ্যা তথ্য পরিপূর্ণ লেখা চারিদিকে ছড়ানো হচ্ছে সেগুলির তথ্য ও যুক্তি নির্ভর জবাব দেয়ার জন্য “Islamic scholar” খুজে বের করা।

রচনার বিষয় বস্তু

শান্তি প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:) এর ভূমিকা।

লেখা পাঠানোর নিয়মাবলী

২টি উপায়ে লেখা পাঠানো যাবে।
(ক) ডাকযোগে।
ডাকযোগে পাঠানোর ঠিকানা।
হাফিজ
১৫, নিউ বেইলী রোড, বিল্ডিং-২,
২য় তলা, বাম পার্শ্ব, ঢাকা-১২১৭

(খ) E-mail এর মাধ্যমে।
E-mail: support@peaceinislam.com
প্রতিযোগীকে অবশ্যই নিজস্ব ইমেইল থেকে লেখা পাঠাতে হবে।
Microsoft ward –এ টাইপ করে attachment হিসেবে পাঠাতে হবে।
• E-mail এর subject এ বিষয় বস্তুর নাম উল্লেখ থাকতে হবে।

রচনা লেখার শেষে প্রতিযোগির নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা-প্রতিষ্ঠানের নাম, বয়স ও মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে।
লেখা অবশ্যই এক হাজার শব্দের মধ্যে হতে হবে।

প্রতিযোগীতার লেখা বাছাই এর নিয়মাবলী

তথ্য সূত্রের জন্য ৫ মার্ক।
peaceinislam ব্লগে রেজিস্টেশন এবং নুন্যতম ১টি লেখা দেয়া থাকলে ১০ মার্ক।
ই মেইলে পাঠালে ৫ মার্ক।
সহজ বোধ্য উপস্থাপন এর জন্য ৫ মার্ক।
তথ্যবহুল লেখার জন্য ৫ মার্ক।
প্রাসঙ্গিক যুক্তিপূর্ণ হলে ৫ মার্ক।
অপ্রচলিত নতুন বক্তব্য উপস্থাপনের জন্য ৫ মার্ক।
শুদ্ধ বানান এর জন্য ৫ মার্ক।
লেখার মান, বর্ণণা ভঙ্গি, এবং বিষয় বস্তুর উপর ৫৫ মার্ক।

পুরস্কার সমুহ
১ম পুরস্কার – ১০,০০০/= টাকা।
২য় পুরস্কার ৫,০০০/= টাকা।
৩য় পুরস্কার ৩,০০০/= টাকা।
৪র্থ-১০ম পুরস্কার প্রত্যেক কে ১,০০০/= টাকা।

বিশেষ নোট

রচনা পাঠানোর শেষ তারিখ ২৮ই ফেব্রুয়ারী ২০১১ইং।
রচনা বাছাই ২৫ শে মার্চ ২০১১ইং।
পুরস্কার বিতরনী : পরবর্তীতে জানানো হবে ।

বিঃ দ্রঃ
নিম্নোক্ত পত্রিকা গুলোতে এ সম্পর্কে বিজ্ঞপ্তী দেয়া হয়েছে, যা জানুয়ারী ২০১১ সনে দেখতে পাবেন।
মাসিক মদীনা।
মাসিক আদর্শ নারী।
মাসিক আল-কাউছার।
মাসিক রহমত।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১,০১৯ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৪.৬০)

২৯ টি মন্তব্য

  1. ভালো উদ্দেগ।

    হাফিজ

    @আল মুরতাহিল,
    আপনার উদ্দেগ টা আমার জন্য উদ্দেগ এর সৃষ্টি করল :)

  2. চেষ্টা করব।পাঠানোর জন্য

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

    @hamidul,ধন্যবাদ ।

  3. কতৃপক্ষ কে ধন্যবাদ সুন্দর উদ্দোগ নেয়ার জন্য। তবে এখন প্রায় সমস্ত কওমী মাদ্রাসা গুলিতে পরীক্ষার সময়, অনেকের অংশ গ্রহনের ইচ্ছা থাকা সত্তেও অংশ গ্রহন করতে পারবেনা। তাই কতৃপক্ষের নিকট আবেদন রইল, অন্ততপক্ষে ফেব্রোয়ারীর শেষ পর্যন্ত অংশ গ্রহনের সযোগ দেয়া হোক। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।

    সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]

    @মুসাফির,

    আপনাকে ধন্যবাদ । আমাদের কাছে আরো অনুরোধ এসেছে, সেই অনুরোধ সাপেক্ষে রচনা পাঠানোর শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারী থেকে বর্ধিত করে ২৮ই ফেব্রুয়ারী পর্যন্ত করা হয়েছে ।

    জাজাকাল্লাহ খায়র ।

    সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]

  4. কতৃপক্ষ কে ধন্যবাদ রচনা পাঠানোর শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারী থেকে ২৮ই ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত করার জন্য।

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

    @mzh_faridi,
    আপনাকেও ধন্যবাদ।

    জাজাকাল্লাহ ।

  5. সুন্দর উদ্যোগ নেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি এই উছিলায় আমরা আরোও অনেক সচেতন,সৎ ও জ্ঞানী লেখক পাবো ইনশাআল্লাহ। (F)

    সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]

    @দেশী৪৩২,

    আপনাকেও ধন্যবাদ ।
    জাজাকাল্লাহ ।

  6. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকেই http://www.peaceinislam.com সম্পর্কে অবগত নন। এই ব্লগে মেম্বার সংখ্যা খুবই অল্প। তাই ‍‍‍‍”নতুন প্রজম্নে ইসলামী চেতনার বিকাশ” তথা গারে হেরার আলো বিকীরণ করতে হলে আরো ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং দৈনিক/সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক/দ্বি-মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বার্ষিক পত্রিকা/ম্যাগাজিনে এই ওয়েবের বিষয়টি বিজ্ঞাপন আকারে প্রকাশের অনুরোধ করছি। যাতে করে মেম্বার সংখ্যা বৃদ্ধি পায়।
    এই দিক বিবচেনা করে রচনা প্রতিযোগিতর আয়োজন অত্যন্ত প্রশংসার দাবী রাখে। তবে রবিউল আউয়াল কেন্দ্রিক অনুষ্ঠানমালার ব্যাপারে বিজ্ঞ আলেম-মুফতীয়ানে কেরামের পরামর্শ কোন পর্যায়ে, তা বিবেচনা করে দেখা যেতে পারে!
    আমি ব্যক্তিগতভাবে সকল মুসলিম ভাই-বোনের উন্নত জীবন কামনা করি।
    মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহীহ ঈমান-আকীদা পোষণ করার এবং সুন্নাতী জিন্দেগী গঠন করার মত তৌফীক দান করুন। আমীন।

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

    @mzh_faridi,

    আস-সালামু আলাইকুম,

    জাজাকাল্লাহ আপনার মন্তব্যের জন্য । আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি । আপনাদের সহযোগিতা এবং দোয়া কাম্য ।

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

  7. মুহতারাম মুফতী সাহেব, আসসালামু আলাইকুম।
    মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠানের আয়োজন কিংবা যে কোন প্রকার রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা সম্পর্কে শরীয়তের ফয়সালা কি? এছাড়াও জন্মদিব অথবা মৃত দিবস পালন করা শরীয়ত অনুমোদন করে কি না?
    আল্লাহ পাক আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন আর দ্বীন দাওয়ারতর মুবাল্লিগ ভাইদের কোরবানী আল্লাহ পাক কবুল করুন। আমীন।

  8. Its a very important thing to spread and know about the life and philosophy of Hazrat Muhammad (sm). So this essay competition is an effective step.

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

    @Mahamudul Hasan,

    জাজাকাল্লাহ আপনার মন্তব্যের জন্য ।

    ওয়াস-সালাম।

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

  9. কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ] কে অনুরোধ করবো ওয়েবে কোন ব্যাংক একাউন্ট নম্বর দিতে যাতে কোন পাঠক যদি চায় অল্প অর্থ হলেও এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পারে। পর্যাপ্ত সারা পাওয়া গেলে ব্লগে সার্বক্ষনিক একজন আলেম রাখা বা পরবর্তীতে কোন মানবতামুলক কাজেও হাত দেয়া যেতে পারে । কতৃপক্ষকে আবারও ধন্যবাদ।

  10. অংশ গ্রহন করার চেষ্টা করব ইনশাআল্লাহ.

  11. শুকরিয়া,খুশিহয়েছি , এ ধরনের উদ্যেগের জন্য ।

  12. ১। ‘মাহে রবিউল আউয়াল উপলক্ষে’ এই কথাটুকুর দরকার ছিল না। এই প্রতিযোগিতার জন্য কোন উপলক্ষ্যের দরকার নেই।
    ২। শান্তি প্রতিষ্ঠায় রসূলুলস্নাহ (সঃ) এর ভূমিকা। >> এখানে বোল্ড করা অংশটুকু ঠিক করেন।

  13. জাঝাকুমুল্লহ! শুকরিয়া, ইনশাআল্লাহ অংশগ্রহন করব।

  14. মা-শা-আল্লাহ! আপনাদের উদ্যোগ কে স্বাগত জানাই । রচনা এম এস ওয়ার্ড-এ টাইপ করে এটাচমেন্ট হিসেবে কীভাবে পাঠাব-জানালে খুশি হব। ওয়াসসালাম।

    সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]

    @Mohiuddin Masoom,

    support@peaceinislam.com এই ইমেইল আই ডি তে লেখা পাঠালেই হবে ।

    জাজাকাল্লাহ ।

  15. আসসালামু আলাইকুম। আসলে আমার আই.টি. ধারণা খুবই সামান্য। আমার জানার বিষয় ছিল-এম.এস ওয়ার্ড এ টাইপ করার পর ইম্ইলে লেখা পাঠাতে হলে আমাকে ধারাবাহকিভাবে কী কী কাজগুলো করতে হবে। অনুগ্রহ করে স্পষ্ট করে জানালে কৃতার্থ হব। জাযাকাল্লাহু খাইরান।

  16. আস-সালামু আলাইকুম,
    আমি আপনাদের এই রচনা প্রথতযোগিতায় অংশ গ্রহন করতে চাই

  17. @a.mumin20
    Alahamdulillah. Vhi bosy thakly chalbena. Please send your easy quickly. Thankyou.

  18. @Mohiuddin Masoom,
    aponar jodi E-mail ID na thaky taholy new ID toire korty hoby. erpor ID Open korben.>compose new>attachment>save>send>support@peaceinislam.com
    yet, don’t understand? Please missed call me 01710689417
    Thankyou for using this site.

  19. ভাল লাগল। আপনাদেরকে ধন্যবাদ।