প্রশ্ন: কোরআন শরীফের আয়াত সংখ্যা সম্পর্কে।
লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ শনিবার, এপ্রিল ৯, ২০১১ (১১:৫০ পূর্বাহ্ণ)
প্রশ্ন: কোরআন শরীফের আয়াত সংখ্যা ৬৬৬৬ নাকি ৬২৩৬ টি?
প্রশ্নকারী: মাহমুদ।
উত্তর: কোরআনে কারীমের আয়াতের শুরু এবং শেষের ভিন্নতার কারণে, কোরআনে করীমের আয়াতের সংখ্যা কত এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে হিসাবের ক্ষেত্রে বিভিন্ন মতামত রয়েছে।
তবে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা ৬০০০ হাজারের বেশি হওয়ার ব্যাপারে সকলেই একমত পোষন করেছেন।
নিম্নে উলামায়ে কেরামের প্রসিদ্ধ কয়েকটি মতামত দেয়া হল।
*এ ব্যাপারে মদীনা বাসিদের দুটি মত। এক-৬২১৭ টি
দুই-৬২১৪ টি ( ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*মক্কা বাসিদের মতে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা ৬২২০ টি, যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) এর দিকে নিসবত করা হয়। (ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*কূফা বাসিদের নিকট আয়াত সংখ্যা ৬২৩৩ টি। (মছদারু চ্ছাবিক খ:২, পৃ: ১৩২)
*এ ব্যাপারে বসরা বাসিদের দুটি মত। এক-৬২০৫ টি।
দুই-৬২১৯ টি। (মছদারু চ্ছাবিক খ:২, পৃ: ১৩২)
*শাম বাসিদের মতে কোরআনে কারীমের আয়াত সংখ্যা ৬২২৬ টি ( ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*এক বর্ণণা মতে আয়াত সংখ্যা ৬৬৬৬ টি। তবে এর সঠিক কোন ভিত্তি নেই।
*বর্তমানে আমাদের দেশে প্রচলিত কোরআনে কারীমের আয়াত গননা করে ৬২৩৬ টি আয়াত পাওয়া যায়।
উত্তর দাতা
মাও: মিজানুর রহমান
হাদীস ২য় বর্ষ
ইসলামিক বিসার্চ সেন্টার বাংলাদেশ।