নাবী- রাসুলগণের প্রকৃত উত্তরাধিকারী আলিম কারা? – ২ (সংকলকের কথা)
লিখেছেন: ' taalibul_ilm2011' @ মঙ্গলবার, নভেম্বর ৮, ২০১১ (১:৫৯ অপরাহ্ণ)
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
১। ইসলামে কোন কথাই মৌলিক নয়। তাই এই লেখাটি একটি সংকলন মাত্র।
২। এই সিরিজের সকল হাদিস নম্বর কিংবা বই ও পৃষ্টা নম্বর যথাসম্ভব ‘মাক্তাবাতুস্ শামিলা’ software থেকে নেয়া হয়েছে।
৩। এই লেখাটি একজন ‘তলিবুল ইলমের’ছোট্ট একটি প্রচেষ্টা মাত্র। তাই যে কোন ভুল-ত্রুটি জানাতে সবাইকে বিশেষ ভাবে অনুরোধ রইলো। যে কোন মন্তব্য কিংবা সংশোধনী যেহেতু দলীল-প্রমাণ ভিত্তিক হবে, তাই সবাইকে বিস্তারিত মন্তব্যের মাধ্যমে অথবা ইমেইল এর মাধ্যমে যেকোন সংশোধনী পাঠাতে অনুরোধ করা হলো।
৪। তবে আপনারা যদি কোন আলিমের কাছ থেকে এই লেখার এর কোন অংশ অথবা কোন পয়েন্টের ব্যাপারে কোন আপত্তি / ভুল-ত্রুটি পান, তবে কষ্ট স্বীকার করে হলেও একটি তা বিস্তারিত লিখে পাঠান। তবে দলীল-বিহীন কোন কথা গ্রহনযোগ্য হবে না।
৫। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই লেখার মাধ্যমে উপকৃত করুন। আমীন।
সামনে অগ্রসর হউন্।অপেক্ষাই রইলাম।