যে ব্যাক্তির কথা সবচেয়ে উত্তম
লিখেছেন: ' তালহা তিতুমির' @ সোমবার, জানুয়ারি ২৫, ২০১০ (৩:৩৩ পূর্বাহ্ণ)
তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে ? (হামীম সেজদাহ-৩৩)
ব্যাখ্যা: মানুষের সেই কথাই সর্বোত্তম ও সর্বোকৃষ্ট যাতে অপরকে সত্যের দাওয়াত দেয়া হয়। এতে মুখে, কলমে, ইন্টারনেটে, যেকোন আধুনিক প্রযুক্তি বা অন্য যেকোন উপায়ে ইত্যাদি সর্বপ্রকার দাওয়াতই শামিল রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ [স:] বলেছেন- ” আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও প্রচার কর ।” কিন্তু আপনি যদি মনে করেন যেদিন আমি আহমাদ দীদাতের মতো ইসলাম বিশেষজ্ঞ হতে পারব সেদিন থেকে মানুষকে ইসলামের দাওয়াত দেব, আপনি সেসময় কখনোই পাবেন না। আপনার যদি কোরআনের একটি আয়াতও জানা থাকে এবং সঠিকভাবে জানা থাকে তবে অবশ্যই আপনি ইসলাম প্রচার করবেন। ইসলামের প্রচার ও প্রসারের জন্য আল্লাহই যথেষ্ট কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন তাঁর দ্বীন প্রচারের মাধ্যমে সওয়াব হাসিল করার ও মহাপুরষ্কার লাভ করার। আর তাই আমাদের উচিত মানুষকে সরল পথের দিকে আহ্বান করা।