মুসলমান জাতির পিতা
লিখেছেন: ' তালহা তিতুমির' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০১০ (১:৪৯ অপরাহ্ণ)
তোমরা তোমাদের পিতা ইবরাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মালিক । অতএব, তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।
(সুরা হাজ্ব-৭৮)
৮২ বার পঠিত
Processing your request, Please wait....











