ইসলাম সম্পর্কিত আমার প্রিয় বই
লিখেছেন: ' তালহা তিতুমির' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ৯, ২০১০ (১:৪১ অপরাহ্ণ)
১। সংক্ষিপ্ত মারেফুল কোরআন ~ মাওলানা মুফতি মুহাম্মদ শফি ( অনুবাদ : মাওলানা মুহিউদ্দিন খান, ২ খন্ডে সমাপ্ত )
২। রিয়াদুস সালেহীন ~ ইমাম নব্বী (রা:)
৩। আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ ~ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম
৪। ইসলামী অর্থনীতি : নির্বাচিত প্রবন্ধ ~ শাহ মুহাম্মদ হাবিবুর রহমান
৫। মুহাম্মদ ~ ক্যারেন আর্মস্ট্রং ( অনুবাদ : সন্দেশ প্রকাশনী )
৬। ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস ~ ক্যারেন আর্মস্ট্রং ( অনুবাদ : সন্দেশ প্রকাশনী )
৭। বিশ্বনবী ~ গোলাম মোস্তফা
৮। ছোটদের ইসলামী অর্থনীতি ~ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
আপনাদের সবার প্রিয় বইগুলোর নাম শেয়ার করলে খুব খুশি হবো। হয়তো এর মাধ্যমে অনেক অজানা ভালো বইয়ের সন্ধান পাব।
১,৭৩৬ বার পঠিত
Processing your request, Please wait....












সবতো মনে নেই , তবে কিছু শেয়ার করলাম
১। এহইয়াউল উলুমুদ্দিন – ইমাম গাজ্জালী (রহ:)
২। ইসলাহি খুতুবাত – মাওলানা তকী ওসমানী
৩। মাআরেফুল কোরআন – ( ৮ খন্ডে ) মুফতি শফী (রহ:)
৪। ইসলামি শরীয়াহ ও সুন্নাহ – মুস্তফা সুবায়ী
৫। এছলাহে নফস – মাওলানা তকী ওসমানী
৬। আল মুরশীদুল আমিন – ইমাম গাজ্জালি (রহ:)
৭। আদাবুল মুফরাদ – ইমাম বুখারী
৮। তাম্বীহুল গাফেলীন – আবু লাইস সমরকন্দি
৯। তাযকিরাতুল আউলিয়া – ফরীদুদ্দিন আত্তার (রহ:)
১০। আল মুনাব্বেহাত – ইবনে হাজার আসকালানী
১১। মাযহাব কি ও কেন – তকী ওসমানি
১২। মাকামাতে সাহাবা – মুফতি শফী
১৩। ইতিহাসের কাঠগড়ায় আমীর মোয়াবিয়া (রা:) – তকী ওসমানি
১৪। রেফারেন্স বুক ওফ সাহাবা
অনেক ধন্যবাদ হাফিজ ভাই
@তালহা তিতুমির,
মা’রিফুল কোরানের যে সংক্ষিপ্ত ভার্সন আছে তাতে প্রচুর ছোট করে লিখা আছে। পারলে পুরো ৮খন্ডেরটি পড়ে দেখবেন। অনেক ডিটেইলস আছে সেখানে। আমি কমপেয়ার করে দেখেছিলাম ক’দিন আগে।
@দ্য মুসলিম, সহমত ।
@দ্য মুসলিম, ইনশাল্লাহ পড়ব।
আমার কিছু প্রিয় বই
১।তাফসিরে মাযহারী-কাযী ছানাউল্লাহ পানি পথী (রহঃ)
২।মাদারেজুন নবুয়াত-শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী(রঃ)
৩।নুরে সেরহিন্দ-মোহাম্মদ মামুনুর রশীদ।
৪।চেরাগে চিশতী-মোহাম্মদ মামুনুর রশীদ।
৫।জীলান সুর্যের হাতছানি-মোহাম্মদ মামুনুর রশীদ।
৬।নকশায়ে নকশবন্দ-মোহাম্মদ মামুনুর রশীদ।
৭।ইসলামী রাষ্ট্র-শামসুল আলম
৮।ক্বলব সংশোধন-মুফতি মাওলানা মোহাম্মদ আলী
৯।ঐশী প্রেরনার অনন্ত উৎস-বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী(রঃ)
@দেশী৪৩২, মাদারেজুন নবুওয়াত অসাধারন একটি বই । কাজী আয়াজ (রহ:) আশ শেফা ও খুব ভালো । এইধরনের লেখা ।
@দেশী৪৩২, অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কয়েকটি হলোঃ
১) তাফসীরে মা’রিফুল কোরআন- মুফতি শফী রহঃ
২) দুনিয়া ও আখেরাত- মাওলানা আশরাফ আলী থানভী রঃ
৩) কবিরা গুনাহ- ইমাম আযযাহাবী রঃ
৪) কিমিয়ায়ে সা’দাত- ইমাম গাজ্জালী রঃ
৫) এহইয়াউ উলুমুদ্দীন- ইমাম গাজ্জালী রঃ
৬) হাকিমুল উম্মতের মজলিশ- মাওলানা আশরাফ আলী থানভী রঃ
৭) আশরাফুল জওয়াব- মাওলানা আশরাফ আলী থানভী রঃ
৮) তারিখে জীন ওয়াশ শাইতান- আল্লামা জালাল উদ্দিন সুয়ুতী রঃ
@দ্য মুসলিম, জালাল উদ্দিন সুয়ুতী (রহ:) নুরুস সুদুর বইটি পড়েছেন ? অসাধারন ।
সবাইকে ধন্যবাদ। অনেক ভালো বইয়ের খোঁজ পেলাম।
@তালহা তিতুমির,আপনার লিখিত বইগুলি কোনো web side E পাওয়া যাবে কিনা জানাবেন।আমর প্রিয় কিছু বই
http://www.hakimabad.com এখানে পড়তে পারেন। ধন্যবাদ
ধন্যবাদ দেশী ভাই। আমার প্রিয় তালিকার ২-৩ টি বই http://www.banglakitab.com এ পাবেন।