জানতে চাইঃ বিয়ে বিষয়ে
লিখেছেন: ' তামীম' @ বুধবার, জুন ২, ২০১০ (৩:১৯ পূর্বাহ্ণ)
১। শুনেছি, জন্ম, মৃত্যু আর বিয়ে নাকি আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার হাতে।
আসলেই কি বিয়ের বা জীবন সংগির ব্যাপারে ইসলামে এইরুপ বলা আছে? কার সাথে বিয়ে হবে, সেটা কি পূর্বনির্ধারিত?
রেফারেন্স দিতে পারলে ভাল হয়।
২। বর্তমান যুগে মোহরানা ধার্য করার ব্যাপারে আদর্শ কি হবে?
অগ্রিম ধন্যবাদ আপনাদের সময় দেবার জন্য।
৫৫৫ বার পঠিত