লগইন রেজিস্ট্রেশন

হঠাৎই বিয়ে করলাম, আপনাদের সকলের দোয়া প্রার্থী

লিখেছেন: ' তামীম' @ শনিবার, জুলাই ১৭, ২০১০ (১২:৪৫ অপরাহ্ণ)

ফ্যামিলিগতভাবে কথাবার্তা এবং কনে দেখা হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু পাত্র-পাত্রীর সাক্ষাত। এটাই আমার প্রথম কনে দেখতে যাবার অভিজ্ঞতা। তাই কিছুটা ইতস্তত মন নিয়ে ঢাকা যাত্রা। ঢাকায় কয়েক জায়গায় জব নিয়ে মিটিং ছিল, আর ছিল কনে দেখাতে যাবার কথা। প্রথমে ভেবেছিলাম যে, কনে দেখাটা কয়েকমাস পিছিয়ে দিব। আগে একটা জব এ সেটেলড হই, তারপর বিয়ে বিষয়ে ভাবা যাবে।

কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। মা দেখে আসার পর আমাকে কনের বাসার ফোন নম্বর দেয়া হয়েছিল। তারপর প্রায় প্রতিরাতেই কথা হত। ঢাকায় যাবার পরেও দূরকথনে(মোবাইলে) কথা হত। হঠাৎ একরাতে আমরা ঠিক করলাম যে আগামিকাল সকালে দেখা করব। আর তার একদিন পর হঠাৎই আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামিকাল বিয়ে করব। এর মাঝে কিছু কারণ অবশ্য ছিল, যেগুলো এখন বলতে চাইছি না।
ডিসিশন নিলেই তো আর সব হয় না, আরো অনেক ব্যাপার থেকে যায়। আমি সেইদিনই বিয়ে করছি- সেটা কনফার্ম হয় আসরের নামাজের খানিক আগে, আর বিয়ে হয় বাদ এশা, মসজিদে। সেই দিন এতই ব্যস্ততায় কেটেছে যে, আমি মসজিদে পৌঁছিয়েছি এশার নামাজের জামাত শেষ হবার পর।

বিয়েটা এভাবেই ডিসিশন নেবার ২৪ ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

এখন দুজনে সুখেই দিনযাপন করছি। আর আগামীর জন্য আপনাদের দোয়া চাই।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৭৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৩.০০)

১৭ টি মন্তব্য

  1. মাবরুক । সুন্দর জীবনের কামনা রইলো।

    তামীম

    @বাংলা মৌলভী, ধন্যবাদ। (F) (F) (F)

  2. ব্লগের মুরুব্বিদের অনুমতি ছাড়া বিয়ে করে বিরাট অপরাধ করেছেন :)

    তবে এই বই দুটো পড়ে দেখতে পারেন , কাজে দিবে ইনশাল্লাহ :

    ১। আদর্শ দাম্পত্ত জীবন – মাওলানা তকী ওসমানী
    ২। নারী জাতীর উন্নয়ন – আশরাফ আলী থানভী (রহ:)

    ওয়াসসালাম ।

    ফুয়াদ

    এর চেয়ে বড় কথা আমাদের দাওয়াত ই দেন নাই :( । এটার একটা বিহিত করতে হবে। উনাকে অতিসত্তর ব্লগ হতে বাহির করা হোক :)

    তবে দাওয়াত না পেলেও আমরা লাল গোলাপ দিতে পারি (F) (F) (F)

    যাইহোক তামিম ভাই, আল্লাহ পাক আপনাকে সুন্দর জীবন দান করুন। আমিন ।

    তামীম

    @ফুয়াদ, আর একটু দেরী হইলে আমিই আমার বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত থাকতাম। বুঝেন কি অবস্থায় ছিলাম।
    আর ধন্যবাদ আপনার লাল গোলাপের এবং দোয়ার জন্য। (F) (F) (F)

    তামীম

    @হাফিজ,
    করজোড়ে ক্ষমা চাই মুরুব্বিদের কাছে। তাদের দোয়া ছাড়া যে আমার চলবে না।

    আপনার কাছে বই দুটির ই-বুক ফরম্যাট আছে কি?

    হাফিজ

    @তামীম, না ভাই , ই-বুক ফরমেট নেই।

  3. তাই তো ফোন করলে কেন ধরতেন না এবার বুঝেছি, আবার ফোন ধরলেও বলতেন এখন একটু বিজি আছি পরে করব। তারপর আর খবর নাই। ভাল ভাল বেশ ভাল। দিল্লী কা লাড্ডু। সূখে থাকুন।

    জীবন বড় ছোট হেলায় হারাবেন না।

    তামীম

    @মুনিম, ধন্যবাদ।
    আগের মোবাইল সেটটার সাথে সাথে আপনার [সাথে হাফিজ ভাইয়ের] নম্বরটাও হারিয়েছি। আমার বর্তমান নম্বর ০১৭১৪১১২৯৪২ । ইনশাল্লাহ কথা হবে।

  4. আসসালামু আলাইকুম, আপনার বিবাহিত জীবন সুখের হোক, আল্লাহর নিকট এই দোয়া করি। ভাল থাকবেন।

    তামীম

    @manwithamission,
    ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।

  5. (F) (F) (F)

    তামীম

    @সাদাত, (F) (F) (F) (F) (F)

  6. ভালো কথা, বাসর রাতে বিড়াল মারছিলেন নাকি??????

    হাফিজ

    @সাদাত,

    ভালো কথা, বাসর রাতে বিড়াল মারছিলেন নাকি??????

    সাদাত, যদি না মেরে থাকে তাহলে এখন মারার দরকার নেই, হিতে বিপরীত হবে । ( অনেকটা টম জেরির অবস্হা )

    তামীম

    @সাদাত, বলতাম ছাই না। ;)

  7. আসালামুয়ালিকুম,
    আমার ঘটনা টা অনেকটা আপনার মতই|
    একদিন ২ টা পিচ্চি পোলাপান এর বিয়া এবং ২ টা বাচ্চা দেইখা হুট হাট বিয়া না করলে হবেনা ভাইবা সিধান্ত নিলাম
    এমনেই বিয়া করতে হইব
    হমম যা ভাবা সেই কাজ
    বউ দেখা হলো, প্রথমে মা বন পসন্দ করল, তারপর আমি…
    কেমনে কেমনে জানি এক মাসের মধ্যে কাহিনী খালাস |
    আমিও আপনার মতো দুয়া প্রার্থী |