আমি বিদ্রোহী
লিখেছেন: ' tanin' @ সোমবার, এপ্রিল ২৭, ২০১৫ (১১:০৪ অপরাহ্ণ)
!!!আমি বিদ্রোহী!!!
আমি জবা ফুলের মাঝেও দেখিমানবের তাজা রক্ত!
আমি শান্তির গান গাহিতে চাহিয়াকরিতে পারি নি ব্যক্ত!
আমার হৃদয় পারে না ছুঁতেগোলাপী ঠোঁটের হাসি।
মনে হয় যেন বাজায়েছে কেবাজিহাদে যাবার বাঁশি!
আকাশের গায়ে মিটিমিটি জ্বলাহাজারো তারার মেলা।
আমার কাছে লাগে যেন তারেজলন্ত আগুনের ঢেলা!
সাঁঝের বেলা নীড়ে ফিরে যাওয়াপাখ-পাখালীর গান।
আমার কানে ভেসে আসে যেনপ্রতিবাদী স্লোগান!!
২৪৭ বার পঠিত
Processing your request, Please wait....











