জরুরী বিজ্ঞপ্তি
লিখেছেন: ' Tarek000' @ শুক্রবার, জুন ৭, ২০১৩ (৭:১৬ অপরাহ্ণ)
আমার কাছে বিভিন্ন বিষয়ের উপর আরবী, উর্দু, ইংরেজী বই (পিডিএফ), ডকুমেন্ট এবং লিখা আছে। কেউ যদি এগুলো বাংলাতে অনুবাদ করে দ্বীন ইসলামের খেদমত করতে আগ্রহী থাকেন, তাহলে এখানে কমেন্ট বা আমাকে ফেইসবুকে ম্যাসেজ বা ব্যক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে অনলাইনে আমাদের বাংলা লিখা/কিতাবের ভাণ্ডার সমৃদ্ধশালী হবে এবং সাধারণ বাংলা ভাষাভাষী ইসলাম প্রিয় মানুষের জন্য খুবই উপকার হবে। এবং সাথে সাথে আমার কাছে অনেক বাংলা বই/লিখাও আছে, কেউ যদি সেগুলো টাইপ করে আমাদের সাহায্য করতে চান অথবা নিজেরা ইসলামিক বিষয়ে লিখালিখি করতে চান সেগুলো হতে, তাহলেও যোগাযোগ করার অনুরোধ করা হল।
৪৯ বার পঠিত