Terms of Use: ব্যবহারের নিয়মাবলী
যেকোন ব্লগের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যেটার ওপর ভিত্তি করে সবাই লেখা দিবে । পিস ইন ইসলাম ব্লগের নীতিমালা নিম্নরূপ:
[ সাধারণ নিয়মাবলী ১.০ ]
১.১। আমরা চাইব ধর্ম নিয়ে বস্তনিষ্ঠ লিখা। আমরা যেমন সব সময় ভাল লিখা পাবার প্রত্যাশী, ঠিক সেই ভাবে ধর্ম কিংবা ধর্মিয় নেতাদের গালাগালি দিয়ে লিখা আমাদের কষ্ট দিবে এবং সেগুলো আমরা ছাপতে অপারগ। আমরা ভাল লিখার পৃষ্টপোষক পক্ষান্তরে গালাগালি কিংবা কাদা ছোড়াছুড়ির বিপক্ষে ।
১.২। ইসলাম বিষয়ক যেকোন লেখা আপনি এখানে দিতে পারেন , আর অন্য ধর্ম নিয়ে লেখা তখনই দিতে পারেন যখন “তুলনাত্নক ধর্ম” বিষয়ে আপনি আলাপ করতে চান ।
১.৩। যেকোনো ধর্মের যে কেহ লেখা দিতে পারবে ।
১.৪। প্রচলিত কোনো সিসটেম ইসলাম বিরোধী হলে সেটা সম্বন্ধে আপনি মত দিতে পারেন , কোনো রাজনৈতিক দল কিংবা ক্ষমতাসীন দলকে আক্রমন না করে।
১.৫। যেকোন বিষয় এবং যেকোন মতকে প্রতিষ্ঠিত করার জন্য পিস ইন ইসলাম ব্লগ তৈরী করা হয়নি । তবে মনে রাখতে হবে “কোরআন” , “সুন্নাহ” এর আলোকে সর্বোপরী “সিরাতুল মুস্তাকিম” এর দিকে সবাইকে আহবান জানানোই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য ।
১.৬। আপনার কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে আপনি প্রশ্ন করতে পারেন , সেটাতে বিধিনিষেধ নেই । কিন্তু আপনি কোনো বিষয় প্রচার বা ব্যক্ত করতে চাইলে অবশ্যই সেটা “কোরআন” , “সুন্নাহ” ভিত্তিক হতে হবে ।
১.৭। প্রাথমিক এবং মৌলিক দলীল হিসেবে মানদন্ড হবে “কোরআন” এবং “সুন্নাহ” । এরপর দলীল হিসেবে “ইজমা” এবং “কিয়াস”কে মানদন্ড ধরা হবে । সুতরাং কেউ যদি নিজেকে আহলে সুন্নত ওয়াল জামাআত হিসেবে পরিচয় দিতে চান তাহলে অবশ্যই তার উপরিউক্ত নিয়ম মেনে চলবেন আশা করি ।
১.৮। নিরাপত্তা এবং কল্যানের স্বার্থে কর্তৃপক্ষ প্রকাশিত সকল বিষয় সংরক্ষন করবেন , ব্যাবহারকারী ইহাতে কোন প্রকার আপত্তি করিতে পারেন না। এই সাইটে প্রকাশিত যেকোন লেখা কর্তৃপক্ষ তাদের সাইটের অন্যান্য অংশে প্রকাশ করতে পারবেন । এবং সেই ক্ষেত্রে অবশ্যিই লেখকের/ব্লগরারের রেফারেন্স উল্লেখ করা থাকবে ।
১.৯। তৃতীয় পক্ষের কোনো বিষয় ব্যবহার করার ক্ষেত্রে তার সোর্স কিংবা রেফারেন্স উল্লেখ থাকতে হবে ।
[ পোস্ট ডিলিট বা প্রথম পাতা থেকে সরিয়ে দেবার নীতিমালা ২.০ ]
যে সমস্ত কারনে কোনো লেখা ডিলিট কিংবা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :
২.১। “কোরআন” এবং “হাদীস” বিরোধী যেকোন লেখা । “কোরআন” এবং “হাদিস” কে ইসলামের দলীল হিসেবে অস্বীকার করে এমন যেকোন লেখা ।
২.২। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে কটাক্ষ কিংবা ওনার সুমহান চরিত্রকে কিছুমাত্র কলংকিত করে , এমন যে কোনো লেখা বা মন্তব্য ।
২.৩। নবী , রসুল , সাহাবা , তাবেয়ী , তাবে-তাবেয়ী সর্বোপরী ইসলামের যেকোন সম্মানিত ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করে এমন যে কোনো লেখা ।
২.৪। লোকাল পলিটিক্স কিংবা ইলেকটেড গভর্মেন্ট বিষয়ে কোনো লেখা ।
২.৫। দেশের সার্বভৌমত্বের বা জাতীয় স্বার্থের পরিপন্হি কোনো লেখা ।
২.৬। সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন কোনো লেখা ।
২.৭। অশ্লীল কোনো লেখা, চিত্র বা ভিডিও এবং যেকোন অশ্লীল কনটেন্ট ।
২.৮। প্রচলিত কোনো ধর্মকে ( ইসলাম, হিন্দু , খৃষ্টান , ইহুদী, বৌদ্ধ ইত্যাদি ) আঘাত করে কোনো লেখা । কোনো ধর্মের কোনো সম্মানিত ব্যক্তি বা মহাপুরুষকে গালাগালি করা যাবে না , তাদের কোনো বিষয়ে আলাপ করতে হলে আপনাকে তাদের ধর্মগ্রন্হ থেকে রেফারেন্স দিতে হবে। শুধু ধর্মিয় ব্যক্তিত্ব নয়, কাউকেও গালাগালি করে কোনো লেখা দেয়া যাবে না ।
২.৯ । এমন কোন লেখা যা কোন প্রতিষ্ঠিত দল-উপদলের প্রচার করে এবং সেই দল-উপদল মুসলমান ভাইদের মাঝে বিভেদ সৃষ্টিকারী হিসেবে পরিচিত বা প্রতিষ্ঠিত তাদের লেখা গ্রহনযোগ্য নয় ।
২.১০ বিভ্রান্ত মূলক লেখা যা ইসলামের প্রতিষ্ঠিত কোন বিষয় বা ইবাদত নিয়ে তর্কের সৃষ্টি করবে এমন লেখা গ্রহনযোগ্য নয় । যেমনঃ ঈমান, নামাজ, রোজা, হজ্জ্ব ও যাকাত ইত্যাদি ।
২.১১ এমন লেখা যা মুসলমান ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করবে যেটা ফিতনার নামান্তর আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য।
২.১২ পিস ইন ইসলাম কর্তৃপক্ষ সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে সেটা মেইল করে জানাতে হবে । এ সম্বন্ধে কোনো পোস্ট দেয়া যাবে না । আপনাদের যেকোন গঠনমুলক সমালোচনা অভিনন্দনযোগ্য । কোনো অভিযোগ থাকলে মেইলে সেটার সপক্ষে দলীল পেশ করুন ।
২.১৩ । ফেকাহ বা আকীদা সংক্রান্ত বিষয়ে মতভেদ দেখা দিলে আমাদের সাপোর্ট টিম স্বনামধন্য ইসলামিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিষয়ে উত্তর সংগ্রহ করে ব্লগে পোস্ট করবেন । বিষয়টির নিস্পত্তি হবার পর এ সংক্রান্ত কোনো পোস্ট ব্লগে পুনরায় আসলে সেটা প্রয়োজনবোধে ডিলিট অথবা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে ।
২.১৪। অত্যধিক ইমেজ সম্বলিত যেকোনো লেখা আমরা হোমে পেজ থেকে সরিয়ে দিতে পারি , যেহেতু এটা সাইটকে স্লো করে ।
২.১৫। বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পোস্ট বা কমেন্ট দিলে । কোনো পোস্টের অংশবিশেষ অন্য কোনো ভাষায় উল্লেখ করা যেতে পারে , তবে সেটার অনুবাদ থাকতে হবে ।
২.১৬। যেকোন ধরনের হ্যাকিং এর প্রমান হলে ।
[ ব্লগার ব্যান পলিছি ]
উপরিউক্ত যেকোন কারনে কোনো পোস্ট বা কমেন্ট মুছে দেয়া বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে । পরপর ৩ বার কারো লেখা এমন পরিস্হিতির স্বীকার হলে তাকে ওয়ার্নিং দেয়া হবে । এরপরেও সে নিয়ম ভংগ করলে তাকে ব্যান করে দেয়া হবে বা হতে পারে । কোনো ব্লগার ব্যান করার পর তাকে পরবর্তিতে আবার সুযোগ দেয়া হবে কি না সে ব্যাপারে কর্তৃপক্ষের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
**পিস-ইন-ইসলাম কর্তৃপক্ষ যেকোন সময় প্রয়োজন সাপেক্ষে Terms of Use বা ব্যবহারের নিয়মাবলী পরিবর্তন করতে পারে।