লগইন রেজিস্ট্রেশন

ঋণ পরিশোধ

লিখেছেন: ' ব্লগ বেদুঈন' @ মঙ্গলবার, নভেম্বর ৮, ২০১১ (২:০১ অপরাহ্ণ)

“ঋণ পরিশোধ”

-বেদুঈন-

অল্প সময়ের এই দুনিয়া,
অল্পই থাকা হয়,
ক্ষণিকের তরে মিছে এ মায়া,
কেহই কারো নয় ।
মিছে আশা ওরে মিছে ভরশা,
মিছে মিছি কাটে দিন,
আছে দেনাদার তবে তার চেয়ে,
দ্বীগুন করেছি ঋণ ।
এ ঋণ তো আর শোধিবার নয়,
যদিবা ক্ষমেন প্রভূ,
এতো যে লোকের দেনা পরিশোধ !
আশা রাখি আমি তবু ।
কখনো বা গালি-গীবতের বুলি,
কটু কথা আছে কত,
আমার এ মুখ ও হাতের আঘাতের,
ব্যাথাতুর শত শত ।।

এতোযে ঋণি, তথাপি আমি,
ভাবিনা একটি বারও
আমার কাছেতে আসিলে তুমিও,
ব্যাথা পেয়ে যেতে পারো ।
কত যে কুটিল চাল চলেছি,
ভেঙ্গেছি সংসার,
জ্বলমান কত প্রদ্বীপ নিভায়ে,
এনেছি অন্ধকার ।
এত অপরাধি হয়েও আমি সমাজের কাছে বড়,
আমার প্রভাবে আইনের হাত,
হয়ে যায় জরোসরো ।
আমারি দাপটে , কাঁপিতে কাঁপিতে,
প্রশাসক বলে স্যার,
যাহা চেয়েছেন, দিয়েছি যদিও,
আর কি-কি দরকার?
এভাবে শেষে জীবন প্রদ্বীপ,
করে ওঠে নিভু নিভু,
চলে যেতে হবে, যদিও না চাই,
যখন ডাকিবে প্রভূ ।
অনুশোচনায়, ব্যাথা-বেদনায়,
বাজিছে মরণ বীণ,
কপালে যে মোর চিন্তার রেখা,
ক্যামনে শুধিব ঋণ !!

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)