দুই জনের মধ্যে ঝগড়া হবার পর স্ত্রী তার বাবার বাড়ি চলে গেলে স্বামী যদি মোবাইল এর মাধ্যমে রাগের মাথায় কথা বলার এক পর্যায়ে্ বলে যে,আগে তো এক তালাক দিয়াসি এখন দুই তালাক দিলাম ,তিন তালাক দিলাম,বায়েন তালাক দিলাম।কিন্তু প্রথম এক তালাক সম্পরকে স্ত্রী অবগত না হলে অর্থাৎ শুনে না থাকলে তালাক কার্যকর হবে কি?উল্লেক্ষ স্ত্রী গর্ভবতি ।তালাক প্রদানের ১০-১২ দিন পর সে বলে যে আমি ভুলের মাথায় বলে ফেলেসি তুমি আমার কাছে চলে আস।এখন স্ত্রী তার কাছে জেতে পারবে কি?এবং তালাক কার্যকর হয়েছে কি?
লিখেছেন: ' zabir' @ শনিবার, মার্চ ৪, ২০১৭ (২:২৯ অপরাহ্ণ)
১৩০ বার পঠিত