কে উত্তম ?
লিখেছেন: ' জাহিদ' @ শনিবার, অগাষ্ট ১১, ২০১২ (১২:৪৪ অপরাহ্ণ)
একজন লোক সারা জীবন অত্যান্ত নিষ্ঠার সাথে – নামাজ, রোজা, হজ, যাকাত পালন করে কিন্তু মানুষের কোন উপকার সে করে না, মানুষ এবং মানবতা তার কাছে উপেক্ষিত ।
আর একজন সারা জীবন নামাজ ,রোজা , হজ, যাকাত ধর্মীয় নিয়ম অনুয়ায়ী পালন করে না কিন্তু সর্বদাই সে মানব সেবাই নিয়োজিত থাকে, মানুষ এবং মানবতাকেই সে বড় ধর্ম বলে মনে করে ।
আমার প্রশ্ন হচ্ছে এই দুই ব্যাক্তির মধ্যে কে উত্তম ?
১১৩ বার পঠিত