মডারেটরের দৃষ্টি আর্কশন ।
লিখেছেন: ' জাহিদ' @ মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০০৯ (৫:৩৯ পূর্বাহ্ণ)
প্রিয় মডারেটর ।
আচ্ছালামু আলাইকুম ।আশা করি মহান আল্লাহতালার অপার মহিমায় ভাল আছেন । ব্লগে পোষ্টের লেখা এত ছোট দেখায় যে অনেক সময় সঠিক ভাবে পড়া অসম্ভব হয়ে পড়ে । আমি ব্যাক্তিগতভাবে অনেকেরই অনুরোধ করেছি এই ব্লগে আসার জন্য । কিন্তু অনেকেই আমাকে বলেছে যে ব্লগটি অগোচাল এলোমেলো মনে হয় । তাই আপনার নিকট বিনিত আনুরোধ ব্লগ কিভাবে আরো সুন্দর পরিচ্ছন্ন করা যায় সেদিকে সজাগ দৃষ্টি দেবেন ।
পরিশেষে আপনার সুখী এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি ।
ধন্যবাদ ।
৫৪ বার পঠিত
জাহিদ ভাই সালাম। আমার মনে হয় এটি আপনার পিসির প্রবলেম। কারণ আমার পিসিতে তো ঠিকই দেখা যায়। আপনি এক কাজ করুন। আপনি Ctrl এবং ++ বাটনে চেপে ধরুন দেখুন তো আপনার অক্ষর বড় হয় কিনা। ধন্যবাদ।
জাহিদ সাহেব,
ওয়ালাইকুম সালাম
আমার মনে হয় আপনার পিসিতে “সোলাইমান লিপি” ফন্ট ইনস্টল করা নাই , এইজন্য এমন দেখায় । আপনি আমাদের এই লিংক থেকে হেল্প নিন ।
http://www.peaceinislam.com/wp-content/themes/peaceinislam/font_download.php
কোনো সমস্যা হলে আবার বলুন।
ওয়াস সালাম ।
কর্তৃপক্ষ [ পিস ইন ইসলাম ]