লিখেছেন: ' জাহিদ' @ শনিবার, এপ্রিল ১৭, ২০১০ (৫:৪২ অপরাহ্ণ)
আসছালামু আলাইকুম,
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন?
অনেক দিন পর আমার প্রিয় ব্লগে এলাম। পারিবারিক কিছু জামেলা থাকার কারনে ব্লগে নিয়মিত হতে পারি নাই বলে দুঃখিত । আপনারা নিশ্চয় মহান আল্লাহ তালার অশেষ কৃপায় ভাল আছেন । আমার জন্য আপনারা একটু দোয়া করবেন
আল্লাহ যেন আমাকে সুস্হ রাখেন ।
সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে শেষ করছি ্
সবাইকে ধন্যবাদ ।
৩২ বার পঠিত
ওয়া আলাইকুম আসসালাম।
স্বাগতম।
আপনি এতদিন পরে এসেছেন যে পোষ্টের শিরোনাম দিতে ভুলে গেছেন।
মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে, আমাকে এবং সকলকে সুস্হ রাখেন। আমিন।