মর্দ্দে মুনিম এবং কিছু এলো মেলো কথা ।
লিখেছেন: ' জাহিদ' @ বৃহস্পতিবার, মে ২০, ২০১০ (১১:৪৯ পূর্বাহ্ণ)
আসছালামু আলাইকুম ,প্রিয় ব্লগারবৃন্দ আপনারা কেমন আছেন । আশা করি আমার মহান সৃষ্টিকর্তার অপার মহিমায় সবাই সুস্হ আছেন ভাল আছেন । কিছু লিখবো বলে মনস্হির করেই ব্লগে ঢুকেছি কিন্তু কি লিখবো কোন বিষয়ে লিখবো তা এখনু স্হির করতে পারিনি । শুধু কলম হাতে ছোট্র শিশুর মত আকিঁ ঝুকিঁ করে যাচ্ছি । আমার এই এলো মেলো অসমাপ্ত লেখা পড়ে শুধু শুধু আপনাদের মৃল্যবান সময়ের অপচয় হবে । অহেতুক আপনাদের মুল্যবান সময় অপচয় করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ।
আমি আসলে কোন বিষয়েই পাকা নই । লিখে কেন মুখেও আমি কোন বিষয় সুন্দর ভাবে উপাস্হাপন করতে পারি না বলেই পোষ্ট একেবারেই অপ্রতুল । শুধু আপনাদের মৃল্যবান লেখাগুলি পড়ি আর মাঝে মধ্যে আনাড়ির মত দু একটি মন্তব্য করি ।
আমার করা মন্তব্যগুলি কতটুকু বিষয় ভিত্তিক হয় সে সম্পর্কেও বিস্তর সন্দেহ আছে । ঐ যে এটি প্রবাদ বাক্য আছে না
` কলেজে অধ্যাপনা করতে হলে অবশ্যই এম এ পাশ করতে হয় কিন্তু সব এম এ পাশই অধ্যাপক হতে পারে না` । আমার অবস্হাও ঠিক প্রবাদ বাক্যের ন্যায় ।
মর্দ্দে মুনিম ভাই এর অনুপেরনায়ই আমি পিসইনইসলামে নাম রেজিট্রেশন করেছিলাম । বেশ কিছুদিন যাবত লক্ষ্র করছি মুনিম ভাই
ব্লগে আসেন না । মুনিম ভাই কেন ব্লগে আসেন না , কেন মুনিম ভাই ব্লগ ছেড়ে দিয়েছেন ? কারো জানা থাকলে দয়া করে একটু জানাবেন কি ? ।
ধন্যবাদ ।
মুনিম ভাই ব্লগে আবার ফিরে এসেছেন । ধন্যবাদ ।