লগইন রেজিস্ট্রেশন

ওমর (রা) এর একটি ঘটনা

লিখেছেন: ' faridsworld07' @ বুধবার, অগাষ্ট ২৪, ২০১১ (১১:৪৮ পূর্বাহ্ণ)

ওমর ইবনে আব্দুল আযীয (রা) একবার তাঁর পুর্বের খলিফা এবং আত্মীয় সুলাইমান ইবনে আব্দুল মালেক (রা) এর সাথে কোনো এক স্থানে ভ্রমনের উদ্দেশ্যে চলেছেন । তখন নিয়ম ছিল ভ্রমনের আগেই ভ্রমন স্থলে থাকার জন্য যে যার জিনিস পাঠিয়ে দিতেন ।
সকলেই তাঁবু থেকে নিয়ে সমস্ত প্রকার প্রয়োজনীয় জিনিস পত্র পুর্বেই পাঠিয়ে দিয়েছিলেন । তাই নিদিষ্ট স্থানে পৌছেই যে যাঁর তাবুতে প্রবেশ করলেন । ঘটনা চক্রে ওমর ইবনে আব্দুল আযীয (রা) কোনো জিনিস পত্রই পাঠাননি । তাই তিনি কোথায় যে আছেন কেউ বুঝতেও পারেননি । খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালেক (রা) তাকে খুজতে লাগলেন । কিছু দূরে একটি গাছের বসে তলায় ওমর (রা) ক্রন্দন করছিলেন । খলিফা তাকে এই অবস্থায় দেখে বললেন, ‘আহ! তুমি এখানে এই নির্জনে বসে কাঁদছ কেন ? তোমার কি হয়েছে । আমরা তোমাকে খুজে খুজে পেরেশান’ ।
ওমর (রা) বললেন, ‘হে আমেরুল মু’মেনীন, এখন আমার কিয়ামতের দিনের কথা মনে পড়ছে ।দেখুন না, আমি আগে থেকে কিছুই পাঠায়নি সে জন্য এখানে আমি জায়গা পায়নি, খাবারও পায়নি । সে রুপ পরকালেও কিছু পাবো কি ? সেই ভয়েই কাঁদছি’ ।

প্রিয় ব্লগার বন্ধুরা! সেই ভয়ঙ্কর হিসাবের দিনের জন্য আমরাও কি কিছু পাঠিয়েছি ? না পাঠালে, না সঞ্চয় করলে আমাদের কি হবে ? তাই আজ প্রতিজ্ঞা করুন নামাজ এবং অনান্য আমল করার, এবং নেকির পরিমান বৃদ্ধি করার । শুধু মুসলমান ঘরে জন্ম বলে রেহাই পাবেন না । আল্লাহ বলেন, “মানুষ কি মনে করে যে ‘আমরা ইমান এনেছি’ একথা বললেই ওদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে ? আমি তো পরীক্ষা করেছিলাম ওদের পুর্ববর্তীদের কেউ; আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যাবাদী” (সুরা আনকাবুত ২৯/২-৩) ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১০১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)