লগইন রেজিস্ট্রেশন

কিছু কথা

লিখেছেন: ' TUFAYEL' @ মঙ্গলবার, মে ১৩, ২০১৪ (১০:৩৬ অপরাহ্ণ)

আস্সালামু আলাইকুম
আমি কখানে নতুন আপনাদের সবাইকে শুভেচ্ছা ।আমি একটি লেখার জবাব দিতে চাই লেখাটি হল জনাব আবু তাছনিম সাহেবের এপ্রিল ২০১২ তারিখের বিষয় ছিলো “ফাযায়েলে দুরদ” কিতাবের উল্ল্যেখিত কিছু কবিতা যা তিনি ঐ লেখাতে উল্ল্যেখ করেছেন আমি কখানে তা উল্ল্যেখ করছি না ।এখানে আরও একটা প্রশ্ন দেওবন্দি ভাইদের কাছে “ফাযায়েলে দুরুদ” তাবলিগী নেছাবের একটি স্বএন্ত কিতাব এটা এখন কোথায়??
মূল কথা জনাব লেখেছেন যে হযরত যাকারিয়া সাহারানপুরী(রঃ) তার কিতাবে যে সমস্ত কবির কবিতা উল্ল্যেখ করেছেন তা শিরিক।
এখন জনাবকে আমার প্রশ্ন এই সমস্ত কবির কবিতা যদি শিরকি কথা হয়ে থাকে তাহলে লেখকগণ কি ???
আরও একটা কথা জনাব আপনর কি জানা আছে ইমামা আবু হানিফা(রঃ)একখানা কবিতার কিতাব লেখেছেন যার নাম “কসিদাতুন নোমান” তিনি ঐ কবিগনের মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের প্রশংসাগাথা কবিতা লেখেছন তার মধ্য খেকে দুটি পংকি আপনার খেদমতে পেশ করছি।
১.হে শ্রেষ্ট লোকের শ্রেষ্টতম এলাম নবী তোমার পাশে সন্তুষ্টি চাই কেবল তোমার এবং আশ্রয় পাবার আশে।
২.রোজ হাশরের ঘোর নিদানে শাফী হবে প্রবল জ্বরে নিশ্চয় আমি ফকির ভবে কেবল তোমার গানের তরে।
এখন জনাব আপনার ফতোয়া দিন???একটা কথা জনাব আমাদেরকে ওহাবী মার্কা আকীদা শিখাবেন না.পারলে সলফে সালিহীন মার্কা আকিদা শিখান

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১১৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)