বিস্ময়কর বিষয়, দয়া করে পড়ুন এবং একটু চিন্তা করুন
লিখেছেন: ' ABU TASNEEM' @ শনিবার, মে ৫, ২০১২ (৫:১১ পূর্বাহ্ণ)
http://4.bp.blogspot.com/-yuyFivA2LAQ/Tei9LZP017I/AAAAAAAAAdM/tVZaDThZdQk/s1600/thinking_man_ape_wood_3d_sculpture_thinker_think.jpg
১। ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে তা কত ছোট!
২। মসজিদে দুই ঘণ্টা এবাদত কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায়!
৩। তারাবীহ সালাতে দীর্ঘ ১ ঘণ্টা সময় লাগে, অথচ ১টা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট!
৪। ১টি ক্রিকেট ম্যাচে অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছু মনেই হয় না বরং উত্তেজনাকর কিন্তু জুম্মার খুৎবা একটু বড় হলেই তা বিরক্তিকর!
৫। কনসার্ট বা খেলার মাঠে সাম্নের আসনে বসার জন্য উদগ্রীব হয় অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইতস্ত বোধ করি!
৬। সংবাদপত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বানী (পবিত্র কুরআন) এর একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক কষ্ট হয়!
৭। বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লীল বিষয় কত দ্রুতই ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহর বাণী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি!
সুতরাং মুসলিম ভাই ও বোনেরা, উপলব্ধি করুন আপনার ইসলামের অবস্থা এবং অনুগ্রহপূর্বক এই লেখাটি আপনার ফেসবুক কিনবা টুইটারে শেয়ার, লাইক ও কপি পেস্ট করে সবার নিকট পৌঁছে দিন।
আল্লাহ আমাদের সবার ঈমান আরও মজবুত করার তৌফিক দান করুন।
আমীন।
ধন্যবাদ, সুন্দর এই পোস্টের জন্য। এই প্রথম বোধহয় মাজহাবীদের আক্রমন না করে একটি পোস্ট দিলেন, নিজেদের মধ্যে দলাদলী না করে আমাদের সবার একযোগে কাজ করা উচিত যাতে ইসলামের দিকে মানুষকে আরো বেশী এগিয়ে নিয়ে আসা উচিত। যাহোক আবার ধন্যবাদ।
@ম্যালকম এক্স, সহমত।
জাযাকাল্লাহ খাইরান।
খুব ভাল লাগল। দুনিয়াতো সৃষ্টিই করা হয়েছে মানব জাতির পরীক্ষার জন্য। তো পরীক্ষা তো কঠিন হবেই …
খুব সুন্দর। আমি ইহা অন্য ব্লগে দিলাম। জাযাকাল্লাহ
পিসইন ইসলামে আমি দীর্ঘদিন নিষিদ্ধ ছিলাম ।
ব্লগে লেখাই প্রায় ছেড়ে দিয়েছিলাম ।মেইল চেক ও সবসময় করতাম না ।
আপনার একটা মন্তব্য পেয়ে হঠাৎ করে কেন জানি এখানে আবারো আসলাম ।
আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো ।
নুতন লেখা দিলে mukul9661@gmail.com এই ঠিকানায় পাঠালে খুশী হব ।
এখানে আসলে এবং সাহায্য করলে কৃতজ্ঞ থাকব ।
ধন্যবাদ ।