পিস ইন ইসলামের নতুন ফিচার: বুকমার্ক সংযুক্তকরন বা Add To Fevorites
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০০৯ (৪:০৫ পূর্বাহ্ণ)
সন্নানিত ব্লগার বৃন্দ,
আস-সালামু আলাইকুম,
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে , ব্লগারদের প্রয়োজনের দিকে খেয়াল করে আমরা একটি ফিচার সংযুক্ত করিছে । যেটাকে “Add To Fevarites” বা বাংলায় “বুকমার্ক সংযুক্ত করুন” ফিচার বলা হয় ।
আপনারা লগইন করা অবস্হায় যেকোন পোস্ট সংযুক্ত ( Add ) করতে পারেন এবং প্রয়োজনে মুছে ফেলতে পারেন । ডানদিকের Widget সংযুক্ত বা বুকমার্ক করা পোস্ট গুলো দেখতে পারবেন ।
কোনো সমস্যা হলো আমাদেরকে জানান।
ওয়াসসালাম।
পিস ইন ইসলাম সাপোর্ট টিম।
৫৫ বার পঠিত
ধন্যবাদ, আরো কিছু ফিচার এ্যাড করুন…….যদি সম্ভব হয়…….যেমন
১. অনুসন্ধান বারটা একদম উপরে
২. সাম্প্রতিক মন্তব্য হোম পেজের ডান বা বাম পাশে
৩. ক্যাটাগরি’র তালিকাটা header এ
৪. মন্তব্যের ঘরে ছবি এ্যাড করার ব্যাব্সথা
৫. মোট কতজন রেজিস্টার্ড ব্লগার
৬. ৫টি মন্তব্য | বিস্তারিত | ইতিহাস >> (ক্যাটাগরি উল্লেখ করুন)
৭. আমল বিষয়ে একটা ক্যাটাগরি করুন
এটা সম্পূর্ন আমার নিজেস্ব মতামত, বাকিটা আপনাদের ইচ্ছা।