সহনশীল এবং মার্জিত আচরন
লিখেছেন: ' কর্তৃপক্ষ ( পিস-ইন-ইসলাম )' @ বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০১০ (১২:৫৮ অপরাহ্ণ)
আস-সালামু আলাইকুম,
পিস ইন ইসলাম একটি ইসলামিক ব্লগ সাইট । এখানে কোনো পোস্ট বা কমেন্ট দেবার সময় আমাদের মনে রাখা উচিত “প্রতিটি কথা বা কাজের জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করতে হবে” । পোস্ট বা কমেন্ট দেবার সময় শরীয়তের সীমা রেখা যাতে লংঘন না করে সেদিকে সবার খেয়াল রাখা উচিত ।
এখানে অনেককেই দেখা যায় , কারো সাথে তার মত না মিললে তাকে “মুর্খ , ভিতরে এক বাহিরে এক , কট্ররপন্হি এবং আরো অনেক আযাচিত কমেন্ট করে থাকেন , যেটা কোনো মতেই শোভনীয় নয় । ইসলাম বিষয়ক আপনার কোনো বক্তব্য থাকলে , শরীয়তের দলীল দিয়ে সেটা প্রকাশ করুন । এবং এটা প্রকাশ করার জন্য অন্য ব্লগার বোকা কি চালাক, মুর্খ কি জ্ঞানি এসব না বললেও চলবে । শরীয়তের আলোকে আপনার বক্তব্যই বলে দিবে কে ঠিক কে বেঠিক ।
আশাকরি আমাদের বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন ।
জাজাকাল্লাহু খাইর ।
ইসলাম বিষয়ক আপনার কোনো বক্তব্য থাকলে , শরীয়তের দলীল দিয়ে সেটা প্রকাশ করুন । এবং এটা প্রকাশ করার জন্য অন্য ব্লগার বোকা কি চালাক, মুর্খ কি জ্ঞানি এসব না বললেও চলবে । শরীয়তের আলোকে আপনার বক্তব্যই বলে দিবে কে ঠিক কে বেঠিক
সহমত । কে জ্ঞানি আর কে মূর্খ তা শরীয়তের যথাযত দলীল দ্বারাই প্রমান হবে।
এবং আপনাদের কাছে আরেকটি দাবি জনাচ্ছি, যথাযত যুক্তি প্রমান , নির্ভর যোগ্য রেফারেন্স, আল-কুরান এবং সহীহ হাদীসের বাহিরে ইসলাম নিয়ে যাতে কেউ কিছু না বলে বা উদহারন উপমা না দেয়, এটা সবাইকে জানিয়ে দিন। কারন, এটা অন্ধভাবে বিশ্বাসের যুগ নয়। সব কিছুতেই চাই ১০০% প্রমান। ধন্যবাদ।
(উল্লেখ্য আমার কথাগুলি বিবেচনা করে দেখবেন বলে আশা রাখি)
সহমত।
রেটিং এর নতুন ফিচার এর জন্য ধন্যবাদ। ফিচারটি বেশ কাজে লাগবে আশা রাখি। ধন্যবাদ।
@দ্য মুসলিম,
ইসলাম বিষয়ক আপনার কোনো বক্তব্য থাকলে , শরীয়তের দলীল দিয়ে সেটা প্রকাশ করুন । এবং এটা প্রকাশ করার জন্য অন্য ব্লগার বোকা কি চালাক, মুর্খ কি জ্ঞানি এসব না বললেও চলবে । শরীয়তের আলোকে আপনার বক্তব্যই বলে দিবে কে ঠিক কে বেঠিক
উপরের এই অংশের সাথেকি আপনার দ্বীমত আছে?