আগামী ১৫ অক্টোবর হজ্বে যাচ্ছি। সকলের দোয়া চাই।
লিখেছেন: ' আবদুস সবুর' @ সোমবার, অক্টোবর ১০, ২০১১ (৯:৩৬ পূর্বাহ্ণ)
আগামী ১৫ অক্টোবর শনিবার হজ্বের উদ্দেশ্যে পবিত্র মক্কাশরীফ যাত্রা করব ইনশাআল্লাহ।
অনেক দিনের আশা পবিত্র মক্কা শরীফ এবং পবিত্র মদিনা শরীফ নিজের চোখে দেখবো। পবিত্র কাবা শরীফে সালাত আদায় করব। হুজুর (স)-এর রওজা শরীফ যেয়ারত করব।
আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ
সকলের নিকট দোয়া চাই যেন আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের সকল গুনাহ মাফ করে আদায়কৃত হজ্ব কবুল করে নেন এবং যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের মত আমল করার তৌফিক দান করেন।আমীন।
৬৫ বার পঠিত
আমাদের জন্যও দোয়া করবেন, জাজাকাল্লাহ।
দোয়াতে আমাদের শরীক রাইখেন। মহান আল্লাহ যেন আমাদের ও তাওফিক দান করেন।
শুকরিয়া,আল্লাহ পাক আপনাকে হজ্জে মাবরুর নসিব করন। আমাদের জন্য দোয়া করবেন।