লগইন রেজিস্ট্রেশন

এসব মেনে নেয়া যায় না।

লিখেছেন: ' আবির্ভাব' @ শুক্রবার, নভেম্বর ১৩, ২০০৯ (১:০৫ পূর্বাহ্ণ)

আমুব্লগে ”মৌলবাদ নিপাত যাক, বাক স্বাধীনতা মুক্তিপাক।” নামের একটা পোষ্টে খারাপ মানুষ নিকধারী ডেনিশ কার্টুনিষ্ট জিলান্দসের সেই নিন্দিত কার্টুনটা দিয়েছে।
আমাদের কি এই ব্যাপারে কিছুই করার নেই?

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১০ টি মন্তব্য

  1. ভাই, জিনিসটা দু:খজনক, তবে আমার মাথায় কিছু আসছে না ।
    আমার মনে হয় আমাদের নিজেদের আরো ঐক্য হওয়া উচিত । আরো বেশী বেশী ইসলামিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করা উচিত।

    আবির্ভাব

    সহমত।

  2. যেহেতু এইটা এই ব্লগের বিষয় না। ২য়তঃ রাষ্ট্র সবাইকে তার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে সে ক্ষেত্রে আপনিও ডিপেন্ড করতে পারেন আপনার লিখা দিয়ে। তবে আমার মনে হয় ঐসব পড়া বা দেখার দরকার নাই। কারণ ইসলাম এমন একটা গাছ যাকে যত ঝাকি দিবেন তত মজবুত হবে গাছের একটা ডালেরও পতন হবেনা। ঐ খারাপ মানুষ নিক আরজ আলী মাতব্বরের লেখা পড়ে বিভ্রান্তির মধ্যে আছে। ধন্যবাদ। আপনাকে শুভেচছা।

    আবির্ভাব

    আপনার সাথে আংশিক সহমত।
    ঐ পোষ্টেই একজন বলেছেঃ
    বাক স্বাধীনতার মানে হাত পা ছুড়ে অন্যকে আঘাত করা নয়।

  3. ব্লগিং এর বাইরে বিশয়টা আসলে জমতো ভালো, তাই কেউ বিষয়টা ডানপন্থী পত্রিকায় ইমেইল করলে ভালো হয়।

    আবির্ভাব

    করে দেন তাহলে। (Y)

    মর্দে মুমিন

    সহমত। করে দেন হুজুর।

  4. আমি জানি আমার ব্লগের এসব ইস্যু থেকে মাদ্রাসার হুজুররা অনেক দুরে, তাছাড়া দেশে রাজনৈতিক ভাবেও বিষয়টি অনেকে সোর্স বানাবে, তাই ক্ষ্যান্ত দিলাম, তবে আপনাদের মতামত জানাবেন।

  5. তবে আমার একটি বিষয় মনে হয় সেটা হলো , আমাদের এখানে যদি একটি সম-মনা শিক্ষিত কমিউনিটি গড়ে ওঠে যারা হেকমত ও সহনশীলতার সাথে ডিফেন্ড করতে পার , তাহলে কিছু ইনিশিয়েটিফ নেয়া যায় । একটা হলো কোনো ব্লগে কেউ যদি এই ধরনের পোস্ট দ্যায় সাথে সাথে ১০/১৫ জন আমাদের কমিউনিটির লোকসংখ্যা অনুযায়ী তাদের যুক্তিনিষ্ঠ উত্তর দেয়া ।

    অনেক সময় দেখা যায় ১০/১৫ জন প্রতিবাদ করলে তারা চুপ মেরে যায় ।

    আবির্ভাব

    সহমত। (Y)