ISRAEL and the Islamic Government of SAUDI ARABIA
লিখেছেন: ' Fiqriyatu Fiddin' @ রবিবার, জুন ২৭, ২০১০ (১০:২৮ পূর্বাহ্ণ)
http://www.omanforum.com/forums/showthread.php?t=29833 এই লিনক চেক করুন। সাউদি উলামারা কি কিছু বলবেন? দেখা যাক!
৯২ বার পঠিত
অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখা ইসলামের সৌন্দর্য। আল হাদিস।
অনেক নাস্তিক বা ইসলাম বিরুধিরা এই ব্লগে ও মুসলিমদেরকে উসকানি দিতে ব্যস্থ হয়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ কেউই তাদেরকে পাত্তা দিব না।
@mujib7, উপরের পোস্টের সাথে আপনার কমেন্টের সামন্জস্য পেলাম না ।
সাউদি উলামারা কি বলবে সেটা অনুমান করা তেমন কঠিন না। এযাবৎ যা করে এসেছ .. মিথ্যাচার। যেমনটা করেছিল পেলেস্তাইনের বিষয়ে। ১৯৩৯ সালে Kim Philby(Ibn Saud’s adviser St. John Philby, a British Intelligence Operative) £20 million এর বিনিময়ে পেলেস্তাইনে ইহুদী উপনিবেসের প্রস্তাব করেছিল, পরবর্তি ইতিহাস তো সবার ই জানা।
কিছু সাউদি অন্ধ ভক্ত আছে, তাদের (সাউদিদের) ত্রুটি শ্বিকার করতে নারাজ। স্বাধারণত যারা সাউদি ব্রান্ড ইসলাম তথা ওহাবীইজম এর অনুসারী।