লগইন রেজিস্ট্রেশন

আল্লাহর আইনের বিরুদ্বে রায় দেয়ার এখতিয়ার কারো নেই

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বুধবার, এপ্রিল ২৭, ২০১১ (৪:০৫ অপরাহ্ণ)

#হাইকোটের ফতোয়া বিরোধীরায় ,ইসলাম বিরোধী নারী নীতিমালা ও সেক্যুলার শিক্ষানীতি বাতিল ২ ও ৩ মে ২০১১
#সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ নয় বরং সংবিধান থেকে কুরআন-সুন্নাহ বিরোধী ধারা বাতিল সোম ও মঙ্গলবার
#চাল, ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে এবং
#সন্ত্রাস, দুর্নীতি, কায়েমী স্তার্থবাদ ও ক্যাডারনির্ভর রাজনীতি নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে- ঐতিহাসিক মুক্তাঙ্গন,ঢাকা

গণঅবস্থান

নেতৃত্ব দিবেনঃ
মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমির ,ইসলামী আন্দোলন বাংলাদেশ
বক্তব্য রাখবেনঃ
ওলামা-মাশায়েখ, বুদ্বিজীবী, ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ
ইসলাম ও দেশপ্রেমিক জনতা জিকিরের সাথে দলে দলে যোগদিন

বিঃদ্রঃ প্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার সঙ্গে নিয়ে আসবেন

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৪.০০)

৯ টি মন্তব্য

  1. পত্রিকায় দেখলাম মুক্তাঙ্গনে আজ থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত সব ধরনের রাজিনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ। তাহলে উনারা গণ অবস্থান করবেন কি ভাবে?

    এম এম নুর হোসেন

    @মুসাফির, শুকরিয়া , আজ এপ্রিল ২৭ তারিখ, আর গনঅবস্থান ২ ও ৩ মে । ইংশাআল্লাহ সময় মত সবই হবে । ভয়ের কিছু নেই । সরকারের মাথায় কিছু নাস্তিক চেপে বসেছে ।
    মেঘদেখে তুই করিসনা ভয় , আড়ালে তার র্সূয্য হাসে
    হারা শিশির হীরার আলো, অন্ধকারে ফিরে আসে
    আজকেও আলেমগন কঠোর হলে মুক্তাঙ্গনে র্কমসুচী বাস্তবায়ন হতো । হয়ত ওলামায়েকরাম এখনি কঠোর পদেক্ষেপ নিতে চায়নি । আল্লাহ ভাল জাননে ।

    হাফিজ

    @এম এম নুর হোসেন,
    মেঘদেখে তুই করিসনা ভয় , আড়ালে তার র্সূয্য হাসে
    হারা শিশির হীরার আলো, অন্ধকারে ফিরে আসে

    , আসল কবিতাটা এরকম:

    মেঘদেখে তুই করিসনা ভয় , আড়ালে তার র্সূয্য হাসে
    হারা শশীর হারা হাসি, অন্ধকারে ফিরে আসে

    এম এম নুর হোসেন

    @হাফিজ,শুকরিয়া, অনকেদনি আগে পড়েছি , তাই সঠিক মনে পরছেনা । (F)

  2. (Y)

    এম এম নুর হোসেন

    @anamul haq, (Y) (F)

  3. ”আল্লাহর আইনের বিরুদ্বে রায় দেয়ার এখতিয়ার কারো নেই”- আমি এ কথার সাথে পুরোপুরি একমত।

  4. কি ভাই আপনাদের গণ অবস্থানের খবর কি? আসলে আমরা প্রকৃত খবর সম্পর্কে অবগত নই।

    এম এম নুর হোসেন

    @রাসেল আহমেদ,
    আজকের আমার দেশ, ইনকিলাব, নয়াদিগন্ত, সংগ্রাম ইত্যাদি পত্রিকা গুলোদেখুন ।