লগইন রেজিস্ট্রেশন

“বাংলাদেশপন্থী” বাংলাদেশী

লিখেছেন: ' মেরিনার' @ সোমবার, মার্চ ২২, ২০১০ (১২:০৩ পূর্বাহ্ণ)

ইংরেজ সৈনিকের স্বদেশপ্রেমের লোকগাথা শুনেছিলাম:
বিদেশের মাটিতে যেখানে সে মরবে, অতঃপর সমাহিত হবে -
সেটুকু নাকি চিরতরে ইংলন্ডের মাটি হয়েই রইবে।
আর আমার দেশে দেখি কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী,
কেউ আবার মস্কো বা চীনপন্থী – মনে মনে কেউ নিজেকে
ইংরেজ সাহেবই ভাবেন – ব্লীচ করা গেলেও, চামড়াটা শুধু বদলাতে পারেন না।
আমার অভাগা এই দেশের বায়ু-জল সেবনে র্পূণতা লাভ করা মানুষেরা-
বেঁচে থাকতে যেমন এক পা বিদেশে, মরে গেলেও কি তবে
তাদের কবরের পরিসরটুকু স্থায়ীভাবে পাকিস্তান বা হিন্দুস্থান?
অথবা চীন বা আমেরিকার মাটি?? ধিক তবে তাদের এই মানব জনমে।

“বাংলাদেশপন্থী” বাংলাদেশী তবে কি এতই বিরল এক প্রজাতি?
রয়েল বেঙ্গলের মতই বিলুপ্তপ্রায়, কেবলই গল্পের কথা, বা কথার কথা?
তাই কি স্বাধীনতা আর তার যুদ্ধ নিয়ে এত গান-গল্প-কবিতা -
এসব কি কেবলই শূন্য কলসের আওয়াজ? “স্বাধীনতা” “স্বাধীনতা” বলে
চিৎকার করা অবয়বগুলো কি তবে মুখোশে ঢাকা বিদেশী দালাল?
“বাংলাদেশপন্থী বাংলাদেশীরা”, বলতো তোমাদের সত্যিকার সংখ্যা কত??

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮৫ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৮ টি মন্তব্য

  1. আমি বাংলাদেশপন্থী। :)

    মেরিনার

    @নাজনীন, জেনে ভালো লাগলো!

  2. ইংরেজ সৈনিকের স্বদেশপ্রেমের লোকগাথা শুনেছিলাম:
    বিদেশের মাটিতে যেখানে সে মরবে, অতঃপর সমাহিত হবে -
    সেটুকু নাকি চিরতরে ইংলন্ডের মাটি হয়েই রইবে। (*) (*) (*) (Y) (Y) (Y)

    মেরিনার

    @হাফিজ, পড়ার জন্য ধন্যবাদ!

  3. আমার একটাই পন্থা, আর তা হলো ‘ইসলাম’, দ্বিতীয় কোন পন্থা নেই।
    কাজেই আমি ‘ইসলামপন্থী’ মুসলিম, এটাই আমার পরিচয়।

    হাফিজ

    @মেরিনার, সাদাত ভাই এর কথায় আমার কিন্তু এই চিন্তাটা মাথায় আসল , আসলে “বাংলাদেশপন্হী” বলে ইসলামে কি কিছু আছে ? আমাদের কিন্ত অনেক সমস্যা “বাংগালী” আর “বাংলাদেশী” এই শব্দ দুটো নিয়ে । বরং ইসলামের আলোকে নিজেকে সুসজ্জিত করলে এই সমস্যা গুলো আপনা থেকে দুর হয়ে যেত ।

    মেরিনার

    @সাদাত, আপনি যোভাবে চিন্তা করেছেন আমি সেই point of view থেকে বলি নি।
    বাংলাদেশের আবার পন্থা কি? এটা একটা কথার কথা – আসলে ভারতপন্থী, চীনপন্থী ইত্যাদির বিপরীতে এদেশের মাটিতে থেকে যারা নিজেদের মনে প্রাণে এদেশীয় মনে করেন, তাদের বোঝাতে “বাংলাদেশপন্থী” phraseটা ব্যবহার করা হয়েছে।

    @হাফিজ, আমাদের দেশের “বাংগালী” আর “বাংলাদেশী” বিতর্কের সাথে এর কোন সম্পর্ক নেই! এই কবিতটা এবং এর আগেরটা এই ব্লগে না দিলেও চলতো! এগুলোর target group যারা, তাদের মত কেউ এখানে বিচরণ করেন বলে আমি মনে করি না।

    হাফিজ

    @মেরিনার, ok, got it.