লগইন রেজিস্ট্রেশন

“কুর’আন অনলি” যিন্দিকরা ১৪০০ বছরের শ্রেষ্ঠ স্কলারদের মিথ্যুক বলছে

লিখেছেন: ' মেরিনার' @ মঙ্গলবার, নভেম্বর ৩, ২০০৯ (১১:২৯ অপরাহ্ণ)

আল্লাহ্ কুর’আনে বলেছেন:
“So ask of those who know the Scripture, if you know not” (An-Nahl 16:43) – এই আয়াতটা অস্পষ্ট বিষয়ে স্কলারদের স্মরণাপন্ন হবার ব্যাপারে একটা দলিল। ইসলামে `আলিমদের নবীর উত্তরাধিকারী জ্ঞান করা হয়। গত ১৪০০ বছরের লক্ষ লক্ষ স্কলারদের ভিতর থেকে অত্যন্ত বাছাই করা একটা সমষ্টি নীচে উল্লেখ করা হলো ( সূত্র: http://athariyyah.webs.com/scholars.htm)। এঁদের অনেকেই তাঁদের গোটা জীবন দ্বীনের খেদমতে ব্যয় করে গেছন। তাঁরা এক জীবনে যা লিখে রেখে গেছেন, সেটুকু পড়তে আমাদের কয়েক জীবন দরকার বলে মনে হতে পারে – আল্লাহ্ তাঁদের সময়ের এমন বরকত দিয়েছিলেন। এঁরা সবাই সুন্নাহ্ ও হাদীসের প্রতি বিশ্বস্ত ও একনিষ্ট ছিলেন। অথচ, এদের সবাইকে “মিথ্যুক” প্রতিপন্ন করে, কোথকার কোন “ফারুক” এই ব্লগে পোস্ট দিয়ে চলেছে – আর আমরা একাধারে তার “যিন্দিক”-সুলভ কমর্কান্ড প্রকাশ করে যেমন তাকে এবং তার প্রভুদের promote করে চলেছি, তেমনি তার মত জাহীলের সাথে অহেতুক তর্ক করে আমাদের জীবনের মূল্যবান সময় অপচয় করে চলেছি। “গণতন্ত্র”-কে জীবনের মাপকাঠি জ্ঞান করেই কি আমরা ইসলামের প্রতিষ্ঠিত বিষয়সমূহকেও বিতর্কের জন্য উন্মুক্ত করে দিচ্ছি? রাসূলের(সা.) ভূমিকা ও মর্যাদা, শরীয়াহর ২টি উৎসের একটি হিসেবে সুন্নাহর অবস্থান, ইবাদতের সকল ব্যাপারে রাসূলের (সা.) অনুসরণ ইত্যাদি definitely decided বিষয়ে নতুন করে তর্কে লিপ্ত হয়ে, আমরা ইহুদী-খৃষ্টানদের দালালদের সাথে তাদের দেয়া termsএ এক মারাত্মক খেলায় মেতে উঠছি – তাই নয় কী??

একবার ভেবে দেখুন “কুর’আন অনলি”রা এদের সবাইকে মিথ্যাবাদী ও ভ্রান্ত মনে করে:

Abu Bakr As-Siddique (d. 13H – 634 CE)
Mu�aadh Ibn Jabal (d. 17H)
Umar Ibn al-Khattab (d. 23H)
Qatadah Ibn an-Nu’man .d 23 H)
Abd al-Rahman Ibn Awf (d. 31H)
Abdullah Ibn Mas’ud (d. 32H)
Abud Dardaa (d. 32H)

Uthman Ibn Affan (d. 35H)
Salman Al Farsee (d. 35 H)
Alee Ibn Abee Talib (d. 40H)
Abu Musa al-Asharee (d. 44H)
Abu Ayyub al-Ansaree (d. 50H)
Hassan Ibn Alee (d. 50H)
Abu Hurairah (d. 57H)

Aa’isha bint Abu Bakr (d. 58H)
Abdullaah Ibn Amr Ibn al Aas (d. 65H)
Hussain Ibn Alee (d. 61 H)
Abdullah Ibn Abbas (d. 68H)
Abdullah Ibn Umar (d. 73H)
Abu Sa’eed al-Khudree (d. 74H)
Anas Ibn Malik (d. 93H – 708 CE)

(May Allaah be pleased with them all)

Some Of The Taabi’een after the Companions:

Sa’eed Ibnul-Musayyib (d. 90H – 708 CE)
Alee Ibn Husayn Zaynul-Aabideen (d. 93H)
Urwah Ibn uz-Zubayr (d. 94H)
Ubaydullaah Ibn Mas’ood (d. 94 or sometime thereafter)
Abdullaah Ibn Muhayreez (d. 99H)
Umar Ibn Abdul Azeez (d. 101H)
Abaan Ibn Uthman Ibn Affan( d. 105H)

Al Qaasim Ibn Muhammad Ibn Abee Bakr (d. 106 AH)
Saalim Ibn ‘Abdullaah Ibn ‘Umar (d. 106H)
Al-Hasan al-Basree (d. 110H)
Muhammad Ibn Seereen (d. 110H)
Muhammad ibn ‘Alee ibn Husayn (d. 114H)
Abu Suhail an-N�fi’ (d. 117H)
Muhammad az-Zuhree (d. 124H – 741 CE)

Some Of The Atbaa’ut-Taabi’een:

Muhammad az-Zubaydee (d. 148H – 765 CE)
Abdullaah Ibn Awn (d. 151 H)
Abu Haneefah an-Nu’maan Ibn Thabit (d. l50H)
Abdur Rahmaan Ibn Jaabir (d. 153H)
Abdur Rahman al-Awza’ee (d. 157H)
Shu�bah ibn al-Hajjaaj (d. 160H)
Sufyaan ath-Thawree (d. 161H)

Sa’eed Ibn ‘Abdil ‘Azeez at Tanookhee (d. 167H)
Al-Layth Ibn Sa’d (d. 175H)
Qaadee Shareek Ibn Abdullaah (d. 177H)
Hammad Ibn Salamah (d. 179H)
Maalik Ibn Anas (d. 179H)
Ismaa’eel Ibn ‘Ulyah (d. 193H – 808 CE)

Some Of The Followers Of These Ones:

Abdullaah Ibn ul-Mubaarak (d. 171H – 787 CE)
Hushaym Ibn Basheer al Waasitee (d. 183H)
Muhammad Ibn Al-Hasan Ash-Shaybaanee (d. 189H)
Wakee’ Ibn ul-Jarraah (d. 197H)
Sufyaan Ibn ‘Uyainah (d. 197H)
Abdur-Rahmaan Ibn Mahdee (d. 198H)
Yahyaa Ibn Sa’eed al-Qattaan (d. 198H)

Muhammad Ibn Idrees Ash-Shaafi’ee (d. 204H)
Yazeed Ibn Haroon (d. 206H)
Abd ar-Razzaq as-Sanaa�nee (d. 211H)
Abdullaah ibn Yazeed al Muqri� (d. 213 H)
Abdul A’laa Ibn Mushir ad Dimashqee (d. 218 AH)
Affaan Ibn Muslim (d. 219 H)
Abdullaah Ibn Zubair al-Humaidee (d. 219 H – 834CE)

Some The Students of These Ones Who Traversed Their Manhaj:

Ubayd al Qaasim Ibn Sallaam (d. 224H – 840 CE)
Nu’aym Ibn Hammad (d. 228H)
Yahyaa Ibn Ma’een (d. 233H)
Alee Ibnul-Madeenee (d. 234H)
Ishaaq Ibn Raahawayah (d. 238H)
Abu Thawr Ibraheem Ibn Khalid (d. 240)
Ahmad Ibn Hanbal (d. 241H – 855CE)

Some of Their Students and Those Who Traversed Their Manhaj:

Muhammad ibn Ismail al-Bukhaaree (d. 256H – 870 CE)
Muslim ibn al-Hajjaj al-Nisapuree (d. 261H)
Abee Zur’ah ar-Raazee (d. 264H)
Saalih Ibn Ahmad Ibn Hanbal (d. 266H)
Muhammad ibn Waarah (d. 270H)
Muhammad ibn Yazid ibn Majah (d. 273H)
Abu Dawud Sulayman al-Sijistanee (d. 275H)

Abu Haatim ar-Raazee (d. 277H)
Abu Eesa Muhammad At-Tirmidhee (d. 279H)
Sahl Ibn ‘Abdullah at-Tustaree (d. 283H)
Abu `Amr Ibn Abee Aasim ash-Shaybanee (d. 287 H)
Ahmad Ibn Abee Bakr az-Zuhree (d. 292 AH)
Al-Junayd Al-Baghdaadee (d. 297H)
Ahmad Ibn Shu’ayb An-Nisaa’ee (d. 303H – 915 CE)

Some Of Those That Traversed Their Path In The Generations After Them:

Muhammad Ibn Jareer at Tabaree (d. 310H – 922 CE)
Muhammad Ibn Ishaaq Ibn Khuzaymah (d. 311H)
Ahmad Ibn Muhammad Al-Khallaal (d. 311H)
Abu Jafar At-Tahaawee (d. 321H)
Abul Hasan al-’Asharee (d. 324H)
Ibn Abu Haatim (d. 327H)

Muhammad Al-Hasan al-Barbaharee (d. 329H)
Ahmad ibn Salmaan an Najjaad (d. 348H)
Muhammad Ibn Hibban (d. 354 H)
Muhammad bin al-Husain al-Aajurree (d. 360H)
Ali ibn Umar Ad-Daaraqutnee (d. 385H)
Abu Abdullah Ibn Battah al-Hanbalee (d. 387H)

Ibn Abee Zamneen (d. 399H)
Muhammad ibn Abdullah al-Nishaburee (d. 405H)
Abu Nu’aym Al-Asbahaanee (d. 430H)
Abu Ismaeel As’Saaboonee (d. 449H)
Ahmad ibn Hussain Al-Bayhaqee (d. 458H)
Ibn ‘Abdul-Barr (d. 463H)

Al-Khateeb al-Baghdaadee (d. 463H)
Ash-Shareef Abu Jafar Al-Hashimee (d. 470H)
Abu Mudaffar As-Sam’aanee (d. 489H)
Abu Muhammad Husayn Al-Baghawee (d. 516H)
Abdul Qadir al-Jilaanee (d. 561H)
Abu Taahir as Silafee (d. 576H – 1180 CE)

Some Of Those That Followed Them And Emulated Their Traditions:

Abu Muhammad Ibn Qudamah Al-Maqdisee (d. 620H – 1223 CE)
Ibn us-Salaah Ash-Shahrazooree (d. 643H)
Majd ud-Deen Ibn Taymiyyah (d. 652H)
Ibn Abee Shaamab (d. 665H)
Abu Zakariyya Yahya al-Nawawee (d. 676H)
Ibn Daqeeq al-’Eed (d. 702H)

Taqee ud-Deen Ahmad Ibn Taymiyyah (d. 728H)
Al-Hafidh Al-Mizzee (d. 742H)
Muhammad Ibn ‘Abdul-Haadee (d. 744H)
Abu Abdullaah Adh-Dhahabee (d. 748H)
Muhammad Ibn al-Qayyim al-Jawziyyah (d. 751H)
Ismaeel Ibn Umar ibn Katheer (d. 774H)

Abu Ishaaq Ash-Shaatibee (d. 790H)
Al Hafidh Az-Zarkashee (d. 794H)
Abdur-Rahmaan Ibn Rajab Al-Hanbalee (d. 795H)
Ibrahim Ibn Ahmad al-Tanukhi (d. 800H)
Al Hafidh Zayn Ud-Deen Al-Iraqee (d. 806H)

Ibn Wazeer Al-Yemaanee (d. 840H)
Shihab-ud-Deen Ibn Hajar al-Asqalanee (d. 852H)
Al Hafidh As-Sakhaawee (d. 902H)
Jalal Ud-Deen As-Suyootee (d. 911H)
Ibn Hajr Al-Haytamee (d. 974H)

Muhammad Ibn Ahmad al-Ramlee (d. 1004H)
Ahmad Ibn Abd al-Quddus al-Shinawee (d. 1028H)
Ahmad Ibn Muhammad al-Qashashi (d. 1071H)
Ibrahim Ibn Hasan al-Kurdi al-Madanee (d. 1101H)
Abul Hasan as-Sindee (d. 1132H – 1719 CE)

Some Of Those That Followed Them and Emulated Their Traditions in Holding onto the Book and the Sunnah until This Day of Ours:

Abdullah Ibn Salim al-Basree (d. 1134H – 1721 CE)
Muhammad Ibn Ibrahim Abu Tahir (d. 1145H)
Muhammad Hayat as-Sindee (d. 1165H)
Shah Waleeullaah ad-Dehlawee (d. 1176H)
Muhammad ibn Isma’eel As-San’aanee (d. 1182H)
Muhammad al-Safarinee (d. 1183H)

Muhammad Ibn Abdul-Wahhab at-Tamimi (d. 1206H)
Abdul Aziz ibn Muhammad ibn Saud (d. 1218H)
Shah Ismaeel Shaheed Dehlawee (d. 1246H)
Muhammad Ash-Shawkaanee (d. 1255H)
Abdur-Rahmaan Ibn Hasan Aal ash-Shaykh (d.1275H)
Abdul-Lateef ibn Abdur-Rahmaan Aal ash-Shaykh (d. 1293H)

Abdul Hayy al-Luknawee (d. 1304H)
Muhammad Siddeeq Khaan (d. 1307H)
Nu’maan Ibn Mahmood Al-Aaloosee (d. 1317H)
Shamsul-Haqq al-Adheemabadee (d. 1349H)
Muhammad Ibn Abdur-Rahmaan al-Mubarakpuri (d. 1353H)
Abdur-Rahmaan Naasir as-Sa’dee (d. 1376H)

Ahmad Ibn Muhammad Shaakir (d. 1377H)
Muhammad Basheer Al-Ibraheemee (d. 1380H)
Al-Mu’allimee al-Yamaanee (d.1386H)
Muhib-Ud-Deen Al-Khateeb (d. 1389H)
Muhammad Ibn Ibraaheem Aal ash-Shaykh (d.1389H)
Muhammad al-Ameen ash-Shanqeetee (d. 1393H)

Abdullaah bin Muhammad Ad-Duwaish (d. 1409H)
Hamood at-Tuwayjiree (d. 1413H)
Abdur Razzaq Al-Afeefee (d. 1414H)
Muhammad Amaan al-Jaamee (d. 1416H)
Badee ud-Deen Shah ar-Rashdi as-Sindee (d. 1416H)
Hammaad Ibn Muhammad al-Ansaaree (d. 1418H)

Abdul-Azeez Ibn Abdullaah Ibn Baaz (d. 1420H)
Muhammad Naasir ud-Deen al-Albaanee (d. 1420H)
Muhammad Ibn Abdullaah as-Sumaalee (d.1420)
Muhammad Ibn Saalih al-’Uthaymeen (d. 1421H)
Muqbil Ibn Hadee al-Wadi’ee (d. 1421H)

Abdus-Salam ibn Burjiss (d. 1425H)
Abdul Ghaffar Hasan al-Hindi (d. 1427H)
Bakr Ibn Abdullaah Abu Zayd (d.1429)
Ahmad Ibn Yahya an-Najmee (d. 1429H)
Abu Rasheed Saleh as-Saleh (d. 1429H)
Abdullah ibn Abdulrahman ibn Jibreen (d. 1430 – 2009)

(May Allah Almighty have mercy on them all)

Some Of The Present Scholars and their Students:

Muhammad Ibn Abdul Wahhab al-Banna
Abdullaah ibn Abdur-Rahmaan al-Ghudayyaan
Salih al-Fawzan ibn Abdullaah al-Fawzan
Abdul Muhsin ibn Hamad al-Abbaad
Abdullaah ibn Hasan al-Qu’ood
Rabee’ ibn Hadee Umayr al-Madkhalee

Saalih ibn Sad as-Suhaymee
Abdul Azeez ibn Abdullaah Aal ash-Shaykh
Muhammad ibn Abdul Wahhab al-Wasaabee
Zayd Ibn Haadee al-Madkhalee
Muhammad as-Subayyal

Abdul Azeez Ibn Abdillah Ar-Rajehee
Saalih ibn Muhammad al-Luhaydaan
Yahyaa ibn Alee al Hajooree
Muhammad Abdul Azeez al-Bur’ee
Abdullah ibn Abdur-Rahmaan al-Bukhaaree
Ubayd ibn Abdullaah al-Jaabiree

Muhammad Ibn Hadee
Ahmad As-Subay’ee
Alee Naasir al-Faqeehee
Abu Usamah Waseeullaah Abbas
Abu Usamah Suhaib Hasan
Saleem Ibn ‘Eed al-Hilaalee

Alee Ibn Hasan Al-Halabee
Mashoor Hasan Aal-Salman
Husayn al-Awaayishah
Muhammad ibn Jameel Zaynu
Abdul ‘Aziz al-Bura’ee
Ahmad Ibn ‘Umar Baazmool
Khalid Ibn Alee al-Anbaree

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১০১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১২ টি মন্তব্য

  1. আল্লাহ্ কুর’আনে বলেছেন:
    “So ask of those who know the Scripture, if you know not” (An-Nahl 16:43) – এই আয়াতটা অস্পষ্ট বিষয়ে স্কলারদের স্মরণাপন্ন হবার ব্যাপারে একটা দলিল। ইসলামে `আলিমদের নবীর উত্তরাধিকারী জ্ঞান করা হয়। গত ১৪০০ বছরের লক্ষ লক্ষ স্কলারদের ভিতর থেকে অত্যন্ত বাছাই করা একটা সমষ্টি নীচে উল্লেখ করা হলো ( সূত্র: http://athariyyah.webs.com/scholars.htm)। এঁদের অনেকেই তাঁদের গোটা জীবন দ্বীনের খেদমতে ব্যয় করে গেছন। তাঁরা এক জীবনে যা লিখে রেখে গেছেন, সেটুকু পড়তে আমাদের কয়েক জীবন দরকার বলে মনে হতে পারে – আল্লাহ্ তাঁদের সময়ের এমন বরকত দিয়েছিলেন। এঁরা সবাই সুন্নাহ্ ও হাদীসের প্রতি বিশ্বস্ত ও একনিষ্ট ছিলেন।

    উপরের যে অংশটুকু আপনি বলেছেন সেটা খুবই স্পষ্ট এবং আমি এ মতের সাথে সম্পুর্ন একমত।

    অথচ, এদের সবাইকে “মিথ্যুক” প্রতিপন্ন করে, কোথকার কোন “ফারুক” এই ব্লগে পোস্ট দিয়ে চলেছে – আর আমরা একাধারে তার “যিন্দিক”-সুলভ কমর্কান্ড প্রকাশ করে যেমন তাকে এবং তার প্রভুদের promote করে চলেছি, তেমনি তার মত জাহীলের সাথে অহেতুক তর্ক করে আমাদের জীবনের মূল্যবান সময় অপচয় করে চলেছি।

  2. উপরে মন্তব্য করতে যেয়ে হঠাৎ ক্লিক পড়ে গেছে তাই বাকী অংশটুকু আবার দিচ্ছি ।


    অথচ, এদের সবাইকে “মিথ্যুক” প্রতিপন্ন করে, কোথকার কোন “ফারুক” এই ব্লগে পোস্ট দিয়ে চলেছে – আর আমরা একাধারে তার “যিন্দিক”-সুলভ কমর্কান্ড প্রকাশ করে যেমন তাকে এবং তার প্রভুদের promote করে চলেছি, তেমনি তার মত জাহীলের সাথে অহেতুক তর্ক করে আমাদের জীবনের মূল্যবান সময় অপচয় করে চলেছি।

    ভাই এখানে আমার একটু কথা আছে , আপনি মনোযোগ দিয়ে শোনেন । প্রথমত ফারুকের মত যে সম্পুর্ন ভ্রান্ত এব্যাপারে আমি নি:সন্দেহ । তবে তাকে ব্যান করার ব্যাপার আমার একটু কথা আছে । সেটা হলো , ফারুক এবং তার মতের যারা অনুসারী এমন কিছু ব্লগার অহরহ অন্যান্য ব্লগে ( যেমন আমারব্লগে , সামু ইত্যাদিতে ) বিভিন্ন পোস্ট দিয়ে থাকে যেগুলো ভ্রান্তিতে পূর্ন এবং তরুন সমাজকে পথভ্রষ্ট করছে । অনেক সময় আমার বন্ধু বান্ধবরা ফোন করে উত্তর জানতে চায় যেগুলো সবসময় আমার জানাও থাকে না কিংবা রেফারন্স হাতের কাছে থাকে না ।
    আমি চাই এই পিস ইন ইসলাম ব্লগে “কোরান ওনলি” বা ফারুকের মতো যারা পথভ্রষ্ট আছে তাদের সমস্ত অভিযোগের দলীল আরকাইভ হিসেবে আমরা পাই । যাতে এখান থেকে উত্তর নিয়ে আমরা ওন্যান্য ব্লগে তাদের সাথে ফাইট করতে পারি ।

    সুতরাং সেগুলোর সব উত্তর পাওয়ার জন্য , আগে ফারুকের সব অভিযোগ, মত পর্যায়ক্রমে প্রকাশ পাওয়া জরুরী । সেসবের উত্তর যদি আপনাদের মতো প্রতিভাবানরা দিতে পারে এবং তারপরও যদি ফারুক তার একই মত প্রকাশ করতে থাকে তখন তৎক্ষনাৎ তাকে ব্যান করার পক্ষপাতী ।

    আমার মতটা আপনার সাথে শেয়ার করলাম।

    mariner

    আমাদের খেয়াল করতে হবে যে, “সামু” এবং “আমার ব্লগ” চালায় সেক্যুলারিস্ট, নাস্তিক, হাফ-নাস্তিক, কাফির, হাফ-কাফির, এগনস্টিকরা – বা – অন্তত তাদেরকে যারা সাপোর্ট করে সেই শ্রেণীর লোকেরা। ওসব জায়গায় শিয়া, রাজাবাগীর অনুসারী, ফারুকের মত যিন্দিক থেকে শুরু করে পাঁড় কম্যুনিস্ট, কট্টোর হিন্দু ব্রাহ্মণ্যবাদী সবাই ইসলামের উপর কমেন্ট করে, কথা বলে। তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে – আর আমাদের দ্বীনের অনুসারী বা শ্রদ্ধেয়দের গালিগালাজ করে। কিন্তু আমার ধরণা Peace in Islam কর্তৃপক্ষ অন্তত ভালো মুসলিম। তাই এখানে তাদের দায়-দায়িত্বও রয়েছে অনেক। “আমার ব্লগে” আরেক ফিতনা শুরু করেছে এই “কুর’আনিয়া” যিন্দিকরা – সালাত নাকি আসলে ৩ ওয়াক্ত। যারা স্কলার মানে না, হাদীস মানে না, কোন সুনির্দিষ্ট পদ্ধতি জানে না বা মানে না, কোন দলিল মানে না – তাদের সাথে কি নিয়ে তর্ক করবেন আপনি?

    faruk

    ‘সালাত নাকি আসলে ৩ ওয়াক্ত’ এই পোস্টের লেখক কিন্তু হাদীস ও মানে। ওর পোস্ট ও মন্তব্য মনোযোগ দিয়ে পড়ুন।

    faruk

    @হাফিজ ,

    আমি চাই এই পিস ইন ইসলাম ব্লগে “কোরান ওনলি” বা ফারুকের মতো যারা পথভ্রষ্ট আছে তাদের সমস্ত অভিযোগের দলীল আরকাইভ হিসেবে আমরা পাই । যাতে এখান থেকে উত্তর নিয়ে আমরা ওন্যান্য ব্লগে তাদের সাথে ফাইট করতে পারি ।

    একমত। (Y)

  3. মিঃ ফারুকের পর্যালোচনায় প্রেক্ষিতে আমিও দৃঢ় ভাবে বিশ্বাস করি তিনি কোথাও না কোথায় ইসলাম বিষয়ক জ্ঞানের জগতে বিভ্রান্তিতে আছেন। তাই তো আমাদের কর্তব্য ঐ সকল মুসলিমদের ঐ বিভ্রান্তি থেকে উদ্ধার করা। আপনি বা আমরা উনাকে ব্যান করে দিলে সে পথ বন্ধ হয়ে যাবে। ২য়ত বর্তমান সময়ের কথা বিবেচনায় রাখতে হবে। এখন যুগও জিজ্ঞাসার সময়। এখনকার তরুণদেরকে পানিকে শুধু পানি বললে মেনে নেবেনা, ওদের সুন্দর করে, ধমক নাদিয়ে উত্তর দিতে হবে -হাইড্রোজেন ও অক্সিজেন মিলনের বহিপ্রকাশ হল পানি। আপনি বিজ্ঞ, আপনার ইসলামী বিষয়ে গভীর জ্ঞান যে আছে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। শুধু অনুরোধ করব ঐ বিভ্রান্ত তরুণদের কেমন করে দ্বীনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করতে আমাদেরকে আপনার জ্ঞান দিয়ে সাহায্য করুন।

    وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلاَّ رِجَالاً نُّوحِي إِلَيْهِمْ فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ (43
    আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে;
    And We sent not (as Our Messengers) before you (O Muhammad SAW) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allâh). So ask of those who know the Scripture [learned men of the Taurât (Torah) and the Injeel (Gospel)], if you know not.

    উপরের আয়াতের ইংরেজী অনুবাদে পষ্টতঃ বুঝা যায় এই আয়াত নাজিলের উৎস। আপনারা যখন কোরআনের রেফারেন্স দিবেন তখন উক্ত আয়াত নাজেলের প্রক্ষাপট বর্ণনা করলে, ঐ আয়াতের মর্ম অনুধাবনে আমাদের সাহায্য হবে। পষ্টতঃ অনলি কোরান পন্থীরা যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা করেন, তখন উনারা ঐ আয়াত নাজিলের প্রেক্ষাপট যে বিবেচনায় আনেন না বলেই ওরা বিভ্রান্তিতে পড়ে থাকেন।

    ঐ আয়াত দ্বারা নিশ্চয় ইসলামে অন্য ধর্মের মতো জ্ঞানি বলতেই যাজকতন্ত্রের কথা বলে নাই কিংবা ইসলাম সম্পর্কে আলোচনাও সাধারণ আম পাবলিকের ক্ষমতাও কেড়ে নেয় নাই।
    ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের অন্তরকে সত্যকে ধারণ করার জন্য সহজ করে দেন। আমিন।

    হাফিজ

    @মর্দে মুমিন, খুবই সুন্দর হয়েছে উত্তর … অসাধারন।

    faruk

    (Y)

    তামীম

    একমত। কাউকে ব্যান করলে সেটা ঠিক হবে না। ববং তার ভুল ধারনাটা পালটে দিতে পারাটাই মহৎ কাজ।
    মর্দে মুমিন ভাইকে সালাম তার সুন্দর চিন্তা চেতনার জন্য। (F) (F) (F) (F) (F)

  4. অথচ, এদের সবাইকে “মিথ্যুক” প্রতিপন্ন করে, কোথকার কোন “ফারুক” এই ব্লগে পোস্ট দিয়ে চলেছে – আর আমরা একাধারে তার “যিন্দিক”-সুলভ কমর্কান্ড প্রকাশ করে যেমন তাকে এবং তার প্রভুদের promote করে চলেছি, তেমনি তার মত জাহীলের সাথে অহেতুক তর্ক করে আমাদের জীবনের মূল্যবান সময় অপচয় করে চলেছি।

    ভাই মেরিনার, সালামুন আলাইকুম।
    দেখুন আমি আপনার শত্রু না। এখানে আমরা জ্ঞান নিয়ে আলোচনা করছি। আপনি যেমন পোস্ট দিয়ে আপনার মতামত দিচ্ছেন , তেমনি আমি ও। ব্যক্তিগত আক্রমন করে পোস্ট দিয়ে সস্তা হাততালি আপনি পেতে পারেন । আমার তাতে আপত্তি নেই। কিন্তু আপনি আমাকে চেনেন না বা আমার আল্লাহ ছাড়া আর কোন প্রভুর কথা আমি আমার কোন পোস্টে বলিও নাই। এখন আল্লাহর কথা প্রমোট করার জন্য যদি দোষী সাব্যস্ত করেন , আমার আপত্তি নেই। আর যদি কোন মিথ্যা দোষারোপ করেন , তাহলে আল্লাহকে ভয় করুন।

    আপনি আমাকে ব্যন করতে চাচ্ছেন । আগেও বলেছি সেটা আপনাদের ইচ্ছা এবং তার দায় দায়িত্ব ও আপনাদের। যদি আপনার বিশ্বাসটাকেই কতৃপক্ষ প্রোমোট করতে চায় , সেটা তাদের অধিকার। আর যদি ধর্মের মুক্ত আলোচনা চান , তাহলে ব্যক্তি আক্রমন না করে আমার পোস্টের ভুলগুলো ধরিয়ে দিন। খুশি হব।

    আমার পোস্টের মিথ্যাচারগুলো প্লিজ উল্লেখ করুন।

  5. আপনার গোঁড়ায় গলৎ হয়ে যাচ্ছে।আপনার লিস্টের
    Abu Bakr As-Siddique (d. 13H – 634 CE)
    Mu�aadh Ibn Jabal (d. 17H)
    Umar Ibn al-Khattab (d. 23H)
    Qatadah Ibn an-Nu’man .d 23 H)
    Abd al-Rahman Ibn Awf (d. 31H)
    Abdullah Ibn Mas’ud (d. 32H)
    Abud Dardaa (d. 32H)

    Uthman Ibn Affan (d. 35H)
    Salman Al Farsee (d. 35 H)
    Alee Ibn Abee Talib (d. 40H)
    Abu Musa al-Asharee (d. 44H)
    Abu Ayyub al-Ansaree (d. 50H)
    Hassan Ibn Alee (d. 50H)
    Abu Hurairah (d. 57H)

    Aa’isha bint Abu Bakr (d. 58H)
    Abdullaah Ibn Amr Ibn al Aas (d. 65H)
    Hussain Ibn Alee (d. 61 H)
    Abdullah Ibn Abbas (d. 68H)
    Abdullah Ibn Umar (d. 73H)
    Abu Sa’eed al-Khudree (d. 74H)
    Anas Ibn Malik (d. 93H – 708 CE)

    এদেরকে কেউ মিথ্যাবাদী বলছে না , অন্তত আমি বলছি না। তবে এদের নাম নিয়ে যারা মিথ্যা হাদীস প্রমোট করছে তাদের সম্পর্কে আমি সন্দিহান। At least এদের বক্তব্যের কোন fullproof প্রমান নেই. আপনার কাছে থাকলে সুত্র উল্লেখ করুন।