আসসালামু আলাইকুম!
লিখেছেন: ' আহবান' @ বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০১০ (২:১৪ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম!
আমি এই ব্লগে নবাগত। গুগলে বাংলায় ইসলাম নিয়ে সার্চ করতে গিয়ে এই ওয়েব সাইটের সন্ধান পাই কিছুদিন আগে। মাশাআল্লাহ! অনেক সুন্দর প্রয়াস। এর ঊদ্যোক্তা কারা জানি না। যারাই হোন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। ইন্টারনেট খুললেই যেখানে অশ্লীলতা আর বিভ্রান্তির ছড়াছড়ি, সেখানে এমন একটি ওয়েবসাইট নিঃসন্দেহে আশীর্বাদ স্বরুপ। ওয়েবসাইটি নিয়মিত পড়ার ও মাঝেমাঝে লিখার আশা রাখি।
১০৯ বার পঠিত
ওয়া আলাইকুম আসসালাম।
স্বাগতম, ভাই।
নিয়মিত আপনাকে আমাদের মাঝে পাবো বলে আশা রাখি।
@দ্য মুসলিম, ধন্যবাদ ভাই। নিয়মিত আপনাদের সাথে থাকতে চাই।
স্বাগতম।
@তামীম, ধন্যবাদ ভাই।
@দেশী৪৩২, অনেক ধন্যবাদ।
আহলান ওয়া সাহলান
@মাহমুদ, শুকরিয়া… ধন্যবাদ ভাই।
আহলান বিক, মারহাবা