নূহ (আঃ) এর নৌকার সন্ধান মিলেছে
লিখেছেন: ' রেজওয়ান করিম' @ শনিবার, মে ২৯, ২০১০ (২:৫৩ অপরাহ্ণ)
চীনা আর তুরস্কের গবেষকদল তুরস্কের মাউন্ট আরারাতে কাঠের তৈরি একটি প্রাচীন জাহাজের সন্ধান পেয়েছেন। তাদের দাবি হচ্ছে- এটিই নূহ(আঃ) নবীর সেই বিখ্যাত নৌকা, যা প্লাবন থেকে নবীর অনুসারীদের বাঁচিয়েছিলো। খবর ফক্স নিউজের।
ওই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৭০০ ফুট উঁচুতে বলেই উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত কাঠামোর অভ্যন্তরীণ গঠন এবং কার্বনটেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন এর বয়স প্রায় ৪,৮০০ বছর।
নোয়াস আর্ক মিনিস্ট্রিজ-এর একজন মুখপাত্র ইয়াং উইং চেং-এর বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা ও তথ্যের ভিত্তিতে গবেষকরা ৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটা নূহ নবীর সেই জাহাজেরই ধ্বংসাবশেষ।
ওই মুখপাত্র আরো জানিয়েছেন যে, ধংসাবশেষের মধ্যে তারা কিছু অক্ষত দেয়াল এবং শেলফ এর সন্ধানও পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই মহাপ্লাবনের সময় এখানেই রাখা হয়েছিলো বিভিন্ন প্রজাতির সব প্রাণী এবং উদ্ভিদ।
The length of the ruins of the ark is 515 ft
সূত্র সমূহঃ
সাইফের বল্গ
বিডি নিউজ২৪
ভিডিও দেখুন
http://www.youtube.com/watch?v=LjpeQU7GIZc
কি ভাই , কেমন আছেন ? তারা দাবী করতে পারে তবে আমাদের কিন্তু খুবই সাবধানে এসব বিষয় নিয়ে মতামত দেয়া উচিত । আমাদের কাছে এমন কোনো দলীল নেই , যাতে বুঝা যায় এটাই নুহ (আ:) এর নৌকা । তবে এসব ক্ষেত্রে আমাদের চুপ থাকা উচিত । “এটা নৌকা না ” বা “এটাই নুহ(আ:) এর নৌকা” কোনোটাই বলা উচিত নয় । এটা আমার মত জানিনা , স্কলাররা এ বিষয়ে কি বলেন ।
জ্বী, ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন?
বিষয়টা জানার জন্য শেয়ার করলাম শুধু এখানেই।
ধন্যবাদ