লগইন রেজিস্ট্রেশন

আসুন, মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি গানটি শুনি।

লিখেছেন: ' সাউন্ড অফ ইসলাম' @ বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০০৯ (১০:১৬ পূর্বাহ্ণ)

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

চারোদিকে দুশমন ভেঙ্গোনা ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে
চারোদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখ সবে
সকল মীরজাফর বিদেশী গোলামচর রুখতে তাদের আজ হবে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া
সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আসে মুজিব ওসমানী ও জিয়া
শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন ভেসে সবুজ লাল পতাকা উড়ে
সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে পনের কুটি অন্তরে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সন্মান
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান
এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান।

অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশী
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান সকলেই তো বাংলাদেশী
কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখ হাত হাতে
সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ট জাতী নজির দেখাও দুনিয়াতে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি,ইঞ্চি ইঞ্চি মাটি,ইঞ্চি ইঞ্চি মাটি,ইঞ্চি ইঞ্চি মাটি

গানটি শুনতে চাইলে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।

বি দ্র : আমি জানি গান শুনা হারাম, বাজনাহীন এমন গান শুনা যদি হারাম হয় তবে পোষ্টটি মুছে দিবেন ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৭৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)