সীরাতুন্নবী (সা:) রচনা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ বুধবার, মে ২৫, ২০১১ (১০:৪৯ পূর্বাহ্ণ)
পিস ইন ইসলাম কতৃক আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রচনা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১০-০৬-২০১১ তাং বিকাল ৫.০০ ঘটিকায় পিস ইন ইসলাম কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সকল প্রতিযোগিকে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য দাওয়াত করা হল।
বি: দ্র: যে সকল প্রতিযোগি উক্ত অনুষ্ঠানে আসবেন। প্রত্যেক কে নিম্নের মোবাইল নাম্বারে আগামি ০৫-০৬-২০১১ ইং তারিখের মধ্যে নাম রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করা হল।
মোবাইল: ০১৭৪২৬০০০১৮
ধন্যবাদ
কতৃপক্ষ পিস ইন ইসলাম
১৫ নিউ বেইলী রোড, বিল্ডিং নং ২,
২য় তলা (বাম পার্শ্ব), ঢাকা ১২১৭
প্রত্যেক কে নিম্নের মোবাইল নাম্বারে আগামি ০৫-০৬-২০১১ ইং তারিখের মধ্যে নাম রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করা হল। যারা এর আগে প্রতিযোগিতা অংশ গ্রহন করে নাই ,তারা কি নতুন করে রেজিষ্ট্রেশন করতে পারবে অথবা তারা কি প্রোগামে অংশ করতে পারবে।
@এম এম নুর হোসেন, ধন্যবাদ আপনাকে। যারা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন নি, তারাও রেজিষ্ট্রেশন করে অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবেন।
@সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ],
আসসালামু আলাইকুম্,
ভাই আমি আল্-আমিন গফরগাঁও থেকে । আমার একটা অনুরুদ হল , যে রচনা গুলি প্রকাশ করেছেন ১ম্,২য়্,৩য় চিহ্নিত করে দেন্।
Alhamdulillah.
Allah jeno sokolke asar moto taufiq dan kory.